0
0
Read Time:1 Minute, 11 Second
২০১৭ সালে বীরভূমের সিউড়ির তেলিপাড়া অঞ্চলের একজন মুক ও বধির মহিলাকে ধর্ষণ করেন তিলপাড়ার একজন ব্যক্তি। উক্ত ব্যক্তির নাম বাবলা দোলুই। এর পর তার বিরুদ্ধে অভিযোগ করা হয় সিউড়ি থানাতে এবং গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ব্যক্তিকে। পরবর্তীতে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৭৬.২/J/l আইপিসি ধারায় মামলা রুজু করা হয় ।
দীর্ঘদিন মামলা চলার পর আটজন সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ সিউড়ির ফাস্টট্রাক আদালতের মাননীয় বিচারপতি এই মামলার রায়দান করেন। উক্ত আসামিকে আগামী ১৫ বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে , এবং দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিকে পাশাপাশি আরও ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাস জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক।