হিন্দুত্ববাদ নিয়ে কী বললেন আরএসএস প্রধান ? । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 13 Second

বিবাহের জন্য নিজের ধর্ম পরিবর্তন করে ভিন্ন ধর্মের নাম লেখানো যে একেবারেই অনৈতিক, তাই জানালেন আরএসএস প্রধান। দেশজুড়ে চলছে উৎসবের মরসুম। চারিদিকে প্রকৃতি উৎসবের বার্তা নিয়ে আসছে। গতকাল উত্তরাখণ্ডের হলদিয়ানিতে এমনই এক বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, “বিবাহের জন্য ছেলে মেয়েরা নিজেদের ধর্ম পরিবর্তন করে অন্য ধর্মে রূপান্তরিত হচ্ছে, তা অনুচিত।” নিজের সংঘের সদস্য এবং তাদের পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, “যারা বিবাহের জন্য ধর্ম পরিবর্তন করছে তাঁরা ভুল করছে। তবে আগামী দিনে আমাদের নিজেদের সন্তানদের সঠিকভাবে লালন পালন করতে হবে। আমি মনে করি বিবাহের জন্য অন্য ধর্ম গ্রহণ করা ভুল। আমাদের এই ধর্মের বিষয়ে মূল্যবোধগুলো দিতে হবে। যে কোনও সন্তান নিজের বাড়ির থেকেই তো প্রথম পাঠ শিখবে। এমনকি নিজেরদের ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে গর্বিত হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য শুধু ধর্ম পরিবর্তন নয় , ধর্ম পরিবর্তন সম্পর্কিত প্রশ্ন নিয়ে বিভ্রান্ত হতে বারণ করেছেন তিনি। প্রত্যেক সন্তানের পরিবারের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, “যদি সন্তানদের তরফ থেকে কোনও রকম প্রশ্ন আসে তাহলে তা শুনে বিভ্রান্ত হবেন না । প্রশ্নগুলির উত্তর দিন। তাঁদেরকে বোঝান নিজেদের ধর্মের মূল্যবোধ। তবে তাঁদের মূল্যবোধ চর্চা করাতে গেলে নিজেদেরকে মূল্যবোধ নিয়ে যথেষ্ট জ্ঞান সঞ্চয় করতে হবে। নিজেদের ধর্মকে আরও গভীর ভাবে জানতে হবে। “

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কোভিডের পর যক্ষ্মা টিকা আবিষ্কারে জোর ভারতের । এম ভারত নিউজ

করোনার পর এবার যক্ষ্মা নিরাময়ে উদ্যোগী ভারত। ২০২৫-এর মধ্যে যক্ষ্মা মুক্ত ভারত গড়তে তৎপর কেন্দ্র। সেই লক্ষ্যে পৌঁছতে দুটি টিকা নিয়ে গবেষণা চালাচ্ছে ভারত। প্রথমটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ইমিউভ্যাক এবং অপরটি জার্মানির তৈরি ভিপিএম১০০২। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তরফে দু’টি টিকারই তৃতীয় পর্বের পরীক্ষামূলক প্রয়োগ চালানো হচ্ছে। সমগ্র […]

Subscribe US Now

error: Content Protected