ইডির টানা জেরায় নাস্তানাবুদ মানিক, টাকার অঙ্ক ৩০ কোটি। এম ভারত নিউজ

admin

টানা জেরা নিয়ে শারীরিক সমস্যার কথাও জানিয়েছিলেন তিনি। তাই গতকাল তাঁর মেডিকেল টেস্টের পর কোনো জেরা হয়নি।

0 0
Read Time:2 Minute, 18 Second

নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে আজ ফের আদালতে পেশ । ২০১৪ সালের টেট পরীক্ষায় ৩২৫ জনকে পাশ করানোর জন্য ৩.২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ মানিকের বিরুদ্ধে। কলেজগুলিকে এনওসি দেওয়ার জন্য ২০ কোটি নেওয়া হয়েছে। বেআইনিভাবে বিএড কলেজগুলি থেকে টাকা নেওয়ার পাশাপাশি কলামন্দিরে বেসরকারি বিএড, ডিএলএড কলেজ কর্তৃপক্ষকে নিয়ে একটি বৈঠক করা হয়েছিল। কলেজগুলিকে ভর্তির জন্য ৫০ হাজারের চেক দিতে বলা হয়। এইভাবে মানিকের ছেলে সৌভিকের কোম্পানিতে ২.৬৪ কোটি টাকা ঢুকেছিল বলে ইডির অভিযোগ।

এইভাবে তাঁর কাছে টাকার অঙ্ক ৩০ কোটির ঘরে পৌঁছেছে বলে ইডি দাবী করেছে। আরও টাকার খোঁজ মিলতে পারে বলে তাদের দাবী। মানিকের আইনজীবী এদিন একাধিক যুক্তি খাঁড়া করে তাঁর জামিনের আর্জি জানিয়েছেন। ‘আর কত দিন জেল হেফাজতে থাকবো। আমি সিবিআই, ইডিকে সবরকম ভাবে সাহায্য করব। কোথাও পালাবো না। আমাকে শুধু জামিন দেওয়া হোক’ বলে আর্জি জানান মানিক নিজেও। তবে আদালতে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আনছে ইডি। টানা জেরা নিয়ে শারীরিক সমস্যার কথাও জানিয়েছিলেন তিনি। তাই গতকাল তাঁর মেডিকেল টেস্টের পর কোনো জেরা হয়নি। তবে আজ সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ শুরু হয়।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

টেট পরীক্ষায় আর গাফিলতি নয়, নির্দেশ রাজ্য সরকারের। এম ভারত নিউজ

রাজ্যের প্রশাসনকেও পরীক্ষার সময় উপযুক্ত প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে।

Subscribe US Now

error: Content Protected