করোনায় দেশের বিভিন্ন রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে দোলযাত্রা উৎসবের অনুষ্ঠান। তবে এরমধ্যে আগামী কাল মেট্রো চলাচলে সময়সূচিতে সামান্য পরিবর্তন দেখা যাবে অন্যান্য দিনের তুলনায়। সংখ্যায় কমানো হবে মেট্রো, উভয় লাইন মিলিয়ে মোট ৬০টি মেট্রো চলাচল করবে আগামী দিন। আগামিকাল, অর্থাৎ ২৮ মার্চ দোল এবং তার পরের দিন অর্থাৎ ২৯ মার্চ হোলি। আগামীকাল সকালে কোন মেট্রো থাকছে না । অন্যান্য রবিবারের মত সকাল ১০টাতেও থাকছেনা প্রথম মেট্রো। দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে প্রথম মেট্রো চলবে দুপুর আড়াইটের সময়। সাধারণ মানুষের জীবনযাত্রা সামান্য হলেও বা হতে চলেছে আগামীকাল কাল এবং আগামী দিন শেষ মেট্রো পরিষেবা মিলবে রাত ১০:৪৩ মিনিট পর্যন্ত। তবে আগামী দিন মেট্রো যাত্রীদের সমস্যা হলেও আগামী পরশু দিন মেট্রো চলাচল স্বাভাবিকের দিকেই ফিরছে। সেই দিন আপ ও ডাউন, দু’টি লাইনে মোট ২৫২টি মেট্রোর পরিবর্তে ১৭৬টি মেট্রো চলাচল করবে। তবে স্বাভাবিক নিয়মেই চলবে মেট্রো। সময়সূচী থাকবে অন্যান্য দিনের মতোই সকাল ৬:৫০ থেকে রাত ১০:৪৩ পর্যন্ত।
দোল এবং হোলির দিনে কখন কখন থাকছে মেট্রো দেখে নিন এক নজরে ৷ এম ভারত নিউজ
Read Time:1 Minute, 44 Second