Read Time:1 Minute, 26 Second
খুন নয়, আত্মহত্যাই করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। শনিবার এমনটাই জানিয়ে দিল অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স। চিকিৎসক সুধীর গুপ্তের নেতৃত্বে একটি দল অভিনেতার পোস্টমর্টেম এবং ভিসেরা রিপোর্ট পুনরায় পরীক্ষা করার পর মৃত্যুর কারণ হিসাবে আত্মহত্যাকেই চিহ্নিত করে। সূত্রের খবর, সুশান্ত মামলায় খুঁটিনাটি পরীক্ষার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। মেডিকো-লিগ্যাল মতামত দেওয়ার পর সেই মামলা ফাইল বন্ধ করে দিয়েছে এইমসের বিশেষজ্ঞ দল। সেই রিপোর্টের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের তদন্তের গতিপ্রকৃতি মিলিয়ে দেখছে বলে সূত্রের খবর।

চিকিৎসক সুধীর গুপ্ত জানান, “সুশান্তের মৃত্যু নিশ্চিত ভাবে আত্মহত্যার কারণে হয়। খুনের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।“
তবে সূত্রের খবর, আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগে তদন্ত চলবে।