১৩ তারিখ থেকেই ফের ময়দানে ফিরছেন নেত্রী, এমনটাই জানিয়ে দিল তৃণমূল । ৫ দিনে ৫ জেলায় সফরের সম্ভাবনা মুখ্যমন্ত্রীর । হাসপাতাল থেকেই ভিডিও করে বার্তা দেন মুখ্যমন্ত্রী । নন্দীগ্রামে আঘাত পাওয়ার পর তাঁকে সোজা হাসপাতালে নিয়ে আসা হলে নিজেরই একটি ভিডিওয় তিনি জানিয়েছেন, “আমার হাড়ে চোট আছে। লিগামেন্টে চোট আছে। মাথায় খুব জোরে কাল লেগেছিল। বনেটের উপর দাঁড়িয়ে আমি নমস্কার করছিলাম। তখনই জোরে চাপ আসে। তাতে পুরো গাড়িটা আমার পায়ের উপর চেপে যায়… সবার কাছে অনুরোধ করব সকলে শান্তিতে থাকুন, ভালো থাকুন। এমন কিছু করবেন না, যাতে সাধারণ মানুষের অসুবিধা হয়। আশা করি ২-৩ দিনের মধ্যে ফিল্ডে ফিরতে পারব। পায়ে চোট থাকলেও ম্যানেজ করে নেব। মিটিং বাদ দেব না। হয়তো কিছুদিন হুইলচেয়ারে ঘুরতে হবে।” অতএব ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে নেত্রীর কর্মসূচী, যা হল- ১৩ মার্চ পুরুলিয়া, ১৪ মার্চ বাঁকুড়া, ১৫ মার্চ ঝাড়গ্রাম, ১৬ মার্চ পশ্চিম মেদিনীপুর এবং ১৭ মার্চ পূর্ব মেদিনীপুরে সফরের পরিকল্পনা রয়েছে তাঁর ।
হাসপাতালে শুয়েই কর্মসূচী ঘোষণা মমতার । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 40 Second