মহামারী থেকে কিছুটা উদ্ধার পাওয়া গেলে সম্পূর্ণভাবে নিষ্পত্তি হয়নি এখনো। তাই বিধানসভা নির্বাচনের আগে পার্লামেন্টে ভ্যাক্সিনেশন ক্যাম্প চালু করা হলো। পাশাপাশি দেশজুড়ে শুরু হয়ে গেছে মাস ভ্যাক্সিনেশন । ধীরে ধীরে কোভিড ওয়ারিয়র থেকে শুরু করে সমস্ত সাধারণ মানুষ সকলেই পাচ্ছেন করোনার টিকা। তাই এবার সাংসদদের কথা মাথায় রেখে সমস্ত কোভিদ বিধি মেনে পার্লামেন্টে তৈরি করা হল ভ্যাক্সিনেশন ক্যাম্প।

সংসদে শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ধরনের চিন্তাভাবনা করেছে সরকার । পাশাপাশি আগামী ৯ মার্চ থেকে দেওয়া হবে ভ্যাকসিন । প্রশিক্ষিত ডাক্তার এবং নার্সেরা কাজ করে থাকবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি এও জানানো হয়েছে শারীরিক অবস্থার সম্পূর্ণ বিচার বিবেচনা করেই দেওয়া হবে ভ্যাকসিন।
পার্লামেন্ট হাউস মেডিক্যাল সেন্টারে তৈরি করা হয়েছে করোনা টিকাকরণ ক্যাম্প। কেবলমাত্র শনি এবং রবিবার বন্ধ থাকবে এই ক্যাম্প, তাছাড়া সব দিন সমানভাবে কাজ চলবে ।
করোনা পরিস্থিতি বিচার করে রাজ্যসভার অধিবেশনের সময় নির্ধারিত হয়েছে সকাল ৯টা থেকে ২টো। এবং লোকসভা অধিবেশনের জন্য নির্ধারিত সময় চারটে থেকে দশটা। সূত্রের খবর অনুসারে এও জানা গেছে , বর্তমানে লোকসভায় ও রাজ্যসভায় যে সমস্ত সাংসদদের বয়স ৬০ এর উর্দ্ধে তারাই বর্তমানে ভ্যাকসিন পাবেন।