‘ইয়াস’ আপডেট : বিপর্যস্ত গঙ্গাসাগর, প্রায় ডুবে গিয়েছে কপিল মুনির আশ্রম । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 7 Second

বিপর্যস্ত গঙ্গাসাগর। ইতিমধ্যেই সাগরের তীব্র জলরাশির কারণে প্লাবিত হয়েছে গঙ্গাসাগরের বিস্তীর্ণ এলাকা। গলা অবধি জলে ডুবে গিয়েহে সাগরের বিস্তীর্ণ এলাকা । পুরোহিতরা মন্দির ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন । আজ ভরা কোটালের জেরে সমুদ্রের জলরাশি ফুলে-ফেঁপে উঠেছে আর তার ওপরে আগত ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে রীতিমতো বিপর্যস্ত গঙ্গাসাগরের বিভিন্ন এলাকা। প্রসঙ্গত উল্লেখ্য গঙ্গাসাগর থেকে ৪০২ কিলোমিটার দূরে অবস্থিত ওড়িশার ধামড়া বন্দরে হতে চলেছে ইয়াসের ল্যান্ডফল। আর সেইকারণেই বিপুলভাবে ক্ষয় ক্ষতির মুখে পড়তে পারে গঙ্গাসাগর।ইতিমধ্যেই স্থানীয় লোকালয়ে জল ঢুকতে দেখা গিয়েছে । তবে লোকালয় জল ঢোকার কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণীরা। রাস্তায় বিপুল জলরাশির মধ্যেই ভেসে বেড়াতে দেখা গেল কিছু নিরাশ্রয় প্রাণীদের। ইয়াসের তাণ্ডবের আগেই নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ মানুষকে। তবে ঘূর্ণি ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণীরা। ইতিমধ্যেই গঙ্গাসাগরের এক এবং অন্যতম আকর্ষণ কপিল মুনি আশ্রম প্রায় অর্ধেক ডুবে যাওয়ার খবর সামনে উঠে এসেছে । বুদ্ধ পূর্ণিমার দিনে ভরা কটালে সমুদ্রের জলরাশি বিপুল বৃদ্ধি অতি স্বাভাবিক একটি ঘটনা হলেও, ইয়াসের তাণ্ডবে তা নিয়ন্ত্রণের বাইরে যাতে না চলে যায় সেদিকে তৎপর জেলা প্রশাসন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ইয়াসে তৎপর রাজ্য, রইল কন্ট্রোল রুমের নম্বর । এম ভারত নিউজ

চলছে ‘ইয়াসে’র দাপট । আর তার মধ্যেই কলকাতায় টর্নেডোর আশঙ্কা থেকে সতর্কবার্তা জারি করা হল নবান্নের তরফে। ইতিমধ্যেই নবান্ন তরফের সকাল ১০ টা থেকে বেলা বারোটা পর্যন্ত কলকাতা বাসীকে বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও এখনও পর্যন্ত কলকাতায় সেরকম কোনো টর্নেডোর দাপট দেখা যায়নি। বৃষ্টিপাতের বিপুল সম্ভাবনার কথা […]

Subscribe US Now

error: Content Protected