জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার, রেকর্ড বাংলার মেয়ের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 41 Second

উলুবেড়িয়ার নিমদীঘির সাঁতারু তাহরিনা নাসরিন সাড়ে ৪ ঘণ্টায় জিব্রাল্টার প্রণালী পার করে বাংলা তথা ভারতের নাম উজ্জ্বল করলেন।বছর আঠাশের তাহরিনা আয়কর দফতরের কর্মী।গত ৮ আগস্ট কলকাতা থেকে স্পেনের উদ্দেশে রওনা দেন তিনি ৯ তারিখে স্পেনে পৌঁছান।১১ তারিখে জলে নামেন তিনি সঙ্গে ছিল তাঁর বাবা আফসার আহমেদ।তারিফা থেকে মরোক্কা পর্যন্ত ১৫.১ কিলোমিটার জিব্রাল্টার প্রনালী পার করতে তাহরিনার সময় লাগে ৪ ঘণ্টা ২৩ মিনিট।১১ তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টা ১০ মিনিটে তিনি স্পেনের তারিফা আইল্যান্ড থেকে সাঁতার শুরু করেন দুপুর ২ টো ৩৩ মিনিটে মরোক্কোতে সাঁতার শেষ করেন তাহরিনা নাসরিন।তাহরিনা বলেন, “জ্বর নিয়ে আমি সাঁতার কেটেছি, আমার স্বপ্নপূরণ হয়েছে।তিনি আরও জানান, সাঁতার কাটার সময় জলে প্রচুর বিদ্যুৎ ছিল। এছাড়া প্রচুর জেলিফিস এবং সামুদ্রিক জলজ প্রাণীর উপস্থিতি ছিল”।তবে শেষ পর্যন্ত স্বপ্নপূরণ হওয়াই আমি খুব আনন্দিত হয়েছি।২০১৫ সালে তিনি ইংলিশ চ্যানেল পার করেছিল তাহরিনা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রয়াত শেয়ার মার্কেট কিং রাকেশ ঝুনঝুনওয়ালা । এম ভারত নিউজ

১৯৬০ সালের ৫ই জুলাই হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন রাকেশ ঝুনঝুনওয়ালা। জন্মগ্রহণ হায়দ্রাবাদে করলেও তার বড় হয়ে ওঠা মুম্বাইয়ে। রাকেশ ঝুনঝুনওয়ালার বাবা ছিলেন আয়কর দপ্তরের অফিসার। নয় বছর বয়স থেকে রাকেশ ঝুনঝুনওয়ালার স্বপ্ন ছিল শেয়ার বাজারে বিনিয়োগ করার। ১৯৮৫ সালে রাকেশ নিজের পড়াশোনা সম্পূর্ণ করে শেয়ার বাজারে পা রাখেন। তাঁর সম্পত্তির মোট […]

Subscribe US Now

error: Content Protected