আক্রান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 15 Second

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আজ সংঘটিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। আজকের এই ভোট গ্রহণের সময় দুপুরের দিকে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের মুক্তিরচক গ্রামে ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন সেখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী ড.নির্মল মাজি।

সেই এলাকায় নির্মলবাবু পৌঁছতেই তাকে দেখে অশান্ত হয়ে ওঠে গ্রামবাসী ও স্থানীয় বিজেপি কর্মীরা।

পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে হেলমেট পড়ে এলাকা ছাড়েন নির্মল বাবু। যদিও তার হেলমেট পড়ার কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন যে কিছুদিন আগেই তার মস্তিষ্কের অপারেশন হয়েছে, যার জন্য তার এই হেলমেট পড়ে থাকা বাধ্যতামূলক।

এই অশান্ত পরিস্থিতিতে গ্রামবাসীদের ছোঁড়া ইটের আঘাতে আক্রান্ত হন তার এক দেহরক্ষী। ঘটনাস্থলে মাথা ফাটলে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় আমতা ষ্টেট জেনারেল হসপিটালে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচন অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতিতে হচ্ছে। ভোট চলাকালীন এখানকার পরিস্থিতি কিছু কিছু জায়গায় এতটাই উত্তপ্ত হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীও এ পরিস্থিতি সামাল দিয়ে উঠতে পারছে না। এখন এটাই দেখার যে, নির্বাচন কমিশন ও প্রশাসন আগামী দফাগুলিতে ভোট কার্য নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ঠিক কি স্ট্র্যাটেজি নেয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা আক্রান্ত অভিনেত্রী শ্রুতি দাস । এম ভারত নিউজ

করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বগামী। ইতিমধ্যেই বলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা আক্রান্ত হয়েছেন করোনাতে। তবে এবার করোনার থাবা টেলিপাড়াতে , আক্রান্ত হয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস। ডাক্তারের পরামর্শ মতন আপাতত হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি। আপাতত শারীরিক অবস্থা বেগতিক নয় বলে মনে করছেন তিনি। তবে করেনটাইনে থাকার পাশাপাশি তিনি নিচ্ছেন কিছু ডাক্তার প্রেসক্রাইব করা […]

You May Like

Subscribe US Now

error: Content Protected