‘জেলে পুরলে, জেল ফুটো করে বেরিয়ে আসব’, বার্তা মমতার। এম ভারত নিউজ

admin

“চার পাঁচ মাসের মধ্যে ৯ লক্ষ ২৯ হাজার বাড়িতে জল পৌঁছে গিয়েছে….”

0 0
Read Time:3 Minute, 0 Second

লোকসভা নির্বাচনের আগে শান্তিপুরের সভা থেকে একাধিক কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এ’দিনের সভায় কি-কি বললেন মমতা— দেখে নিন এক ঝলক

১) আমি কারোর কাছ থেকে এক পয়সা নিই না। হাতের পাঁচটা আঙুল সমান হয় না। সিপিএমেরও কিছু লোক আমাদের দলে ঢুকেছিল। কেউ দোষ করলে তাড়িয়ে দিন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না। মা-মাটি মানুষ’কে চোর বলবেন না।

২) কংগ্রেস-সিপিএম জোট হয়েছে বিজেপিকে জেতানোর জন্য। বিজেপি’কে একমাত্র আমরা হারাতে পারব। মা-মাটি-মানুষের সরকার পারবে। আর ওরা বিজেপি’কে সাহায্য করবে।

৩) জল স্বপ্ন প্রকল্পে ১১ লক্ষ ৮৬ হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে। চার পাঁচ মাসের মধ্যে ৯ লক্ষ ২৯ হাজার বাড়িতে জল পৌঁছে গিয়েছে। আর ৫-৬ মাসে বাকিদের পৌঁছে যাবে।

৪) নদিয়ায় কন্যাশ্রী, হরিচাঁদ, গুরুচাঁদ তৈরি করেছি। কল্যাণীতে এডুকেশন হাব, মৌলানা আবুল কালাম আজাদ টেকনোলজি বিশ্ববিদ্যালয় করেছি।

৫) কৃষ্ণনগর ও রানাঘাটে দুটি বিগ বাজার তৈরি করার নির্দেশ জেলাশাসকের।

৬) সারাবছর বিনা পয়সায় রেশন আমরা দিই। অথচ নির্বাচনের আগে বিজেপি ঠিক কায়দা করে রেশন দেয়।

৭) চোরেদের জমিদার আজ ক্ষমতায়। ওঁদের বিরুদ্ধে কিছু বললেই পিছনে এজেন্সি লেলিয়ে দিচ্ছে। আজ ক্ষমতা ওঁদের হাতে তাই এত এজেন্সির ফুটানি। কাল ক্ষমতা থাকবে না, সব চলে যাবে।

8) ওরা হুমকি দিচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের স্কাই ওয়াক ভেঙে দেবে। আমার বুকের পাটা থাকতে আমি হাত দিতে দেব না।

৯) বাংলা এগিয়ে যাবে। ভারতবর্ষের সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও কিচ্ছু হবে না। আমাকেও জেলে পুরে দিলে, জেল ফুটো করে বেরিয়ে আসব।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

লোকসভা ভোটের প্রাক্কালে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল। এম ভারত নিউজ

উত্তর চব্বিশ পরগনার তিন পুলিশকে জেলা পুলিশ সুপার পদে...

You May Like

Subscribe US Now

error: Content Protected