১০০ ঘন্টায় তৈরি ১০০ কিমি রাস্তা! নয়া বিশ্ব রেকর্ড দেশের। এম ভারত নিউজ

admin

প্রসঙ্গত, এর আগে ১০০ ঘণ্টায় ৭৫ কিলোমিটার সড়ক নির্মাণের বিশ্ব রেকর্ড ছিল

0 0
Read Time:2 Minute, 24 Second

মাত্র ১০০ ঘণ্টায় ১০০ কিলোমিটার রাস্তা তৈরি করে অনন্য বিশ্ব রেকর্ড গড়েছে ‘ইন্ডিয়ান হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া’। মূলত, গাজিয়াবাদ থেকে আলিগড়ের মধ্যে এই রাস্তা তৈরি হয়েছে। উল্লেখ্য, এই অনবদ্য রেকর্ডটি এনএইচ ৩৪-এ তৈরি হয়েছে। সামগ্রিকভাবে এই পুরো কাজে ২,০০০ শ্রমিক বিরামহীন পরিশ্রম করেন। আর তার ওপর ভর করেই মাত্র ১০০ ঘন্টায় ১০০ কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি হয়ে যায়। প্রসঙ্গত, এর আগে ১০০ ঘণ্টায় ৭৫ কিলোমিটার সড়ক নির্মাণের বিশ্ব রেকর্ড ছিল।

বর্তমানে বুলন্দশহরে গাজিয়াবাদ-আলিগড় ন্যাশনাল এক্সপ্রেসওয়েটিকে ছয় লেন করার কাজ দ্রুত গতিতে চলছে। এদিকে, ইতিমধ্যেই নির্মাণাধীন ওই নতুন এক্সপ্রেসওয়ের ছবি শেয়ার করে এই বিশ্ব রেকর্ডের বিষয়টি তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। ‘কিউব হাইওয়েজ’ নামে একটি সংস্থা এই নির্মাণ করছে।

এন এইচ ৯১ তৈরিতে প্রায় ২,০০০ শ্রমিক নিয়োগ করা হয়েছিল। পাশাপাশি ২০০-রও বেশি রোলার ব্যবহার করা হয়েছে। এদিকে, এই এক্সপ্রেসওয়কে ছয় লেন করার সময় সৌন্দর্যবর্ধনের দিকটিতেও বিশেষ যত্ন নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাস্তার পাশে আলোকসজ্জা ছাড়াও সুন্দর ডিভাইডার তৈরি করা হয়েছে। পাশাপাশি, ওই ডিভাইডারে গাছও লাগানো হয়েছে। উল্লেখ্য, এই মহাসড়কটিকে অত্যন্ত ব্যস্ত বলে মনে করা হয়। এমতাবস্থায়, কোথাও কোথাও কাজ চলার কারণে সাধারণ মানুষ রুট ডাইভারশন ও ওয়ান ওয়ের মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন ঠিকই তবে এই সুন্দর নির্মাণের দিকে তাকিয়ে সেটুকু মানিয়ে নিয়েছেন সকলেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তিনটি শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড গোয়ার নাবালিকার! এম ভারত নিউজ

পাশাপাশি গোটা কর্মসূচি অর্থাৎ বেসক্যাম্প থেকে বেসক্যাম্প পর্যন্ত মোট সময় লেগেছে ৬২.৫ ঘণ্টা

Subscribe US Now

error: Content Protected