মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে তুলোধোনা করছেন নানান বিজেপি নেতারা। পাশাপাশি প্রশ্ন তুলছেন এই কার্ড এর কার্যকরিতা সম্পর্কে।
প্রথমে স্বাস্থ্য সাথী কার্ড তৈরি লাইনে দাঁড়াতে দেখা গেল বিজেপি সভাপতি এবং তার স্ত্রী ও কন্যা কে। শুধু তাই নয় লাইনে দাঁড়িয়ে ছবি তুলে কার্ড তৈরি করে বাড়ি ফিরলেন তাঁরা। ঘটনা সামনে আশায় চাপে পড়েছে রাজ্য বিজেপির উপর মহলের কর্তারা। কারন বেশ কিছুদিন ধরে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পগুলিকে নিয়ে নানান যুক্তি তর্কের মধ্যে মেতেছিলেন তাঁরা। নানান কটূক্তিও করা হয়েছে এই প্রকল্পকে ঘিরে। যদিও এই ঘটনা সামনে আশায় শুভময় সুখপতি বলেছেন, মুখ্যমন্ত্রী কর্মসূচিটি তাঁর রাজ্যের সাধারণ মানুষের জন্য তৈরি করেছেন। এবং সবাইকে অনুরোধ করেছেন, যাতে সবাই এর আওতাভুক্ত হয় । সেই সুবাদেই আমার পরিবার পৌঁছে ছিল সেখানে। আর এখানেই প্রমাণ হয়ে যাবে রাজ্য সরকারের থেকে ঠিক কতটা সহায়তা পাওয়া যায় এই কার্ডের মাধ্যমে। এই কারণে সাধারণ মানুষের মনে তৈরি জল্পনাও ভেঙে যাবে কার্ডের কার্যকরিতা দেখলে।
পাশাপাশি তৃণমুলের তরফ থেকে জানানো হয়েছে, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি গুলিতে সকলকে সাদর সম্ভাষণ জানায় আমাদের সরকার, আমরা চাই প্রত্যেকে এর আওতাভুক্ত হোক।”