করোনা কালে মুশকিল আসান, আবিষ্কার হল পকেট ভেন্টিলেটর। এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 55 Second

করোনাকালে অভিনব আবিষ্কার করলেন মহানগরীর শখের বৈজ্ঞানিক রমেন্দ্রনাথ মুখার্জি। কিছুদিন আগেই রাজ্য করোনা সংক্রমনের ইতিহাসটা আরও একবার খতিয়ে দেখলে মনে পড়ে যাবে, শ্বাসজনিত সমস্যায় এবং বেড না পেয়ে হাসপাতালে মৃত্যু হয়েছে বহু রোগীর। আর এবার সেই সমস্যার মুশকিল আসান হয়েই পকেট ভেন্টিলেটর তৈরি করলেন কলকাতার এই বিজ্ঞানী। প্রসঙ্গত উল্লেখ্য পেশায় ইঞ্জিনিয়ার হয়েও প্রায় কিছু না কিছু আবিষ্কার করে থাকেন তিনি। এবার প্রশ্ন হল হঠাৎ পকেট ভেন্টিলেটার কেন? শুধুই কি রাজ্যবাসীর করোনা সংক্রমনের চিন্তা থেকেই পকেট ভেন্টিলেটর নাকি অন্য কিছু? না আসলে ব্যাপারটা হল কিছুদিন আগেই করোনা সংক্রমণ না হওয়া সত্ত্বেও হঠাৎই অক্সিজেন স্যাচুরেশন মাত্রা কমে যায় এই বৈজ্ঞানিকের। বাড়ির লোকে তরফ থেকে বারবার হাস্পাতালে ভর্তি করতে চাইলেও হাসপাতালে ভর্তি হতে নারাজ ছিলেন তিনি। আর সে যাত্রায় সুস্থ হয়ে উঠেই ভেন্টিলেটরের মত অভিনব আবিষ্কারের আইডিয়া আসে তাঁর মাথায়। যেমনি ভাবা তেমনি কাজ। রিসার্চের পর জোগাড় করা হল সমস্ত প্রয়োজনীয় গ্যাজেট। আর শেষ অব্দি বানিয়ে ফেললেন সেই পকেট ভেন্টিলেটর। আইডিয়ার আসার দিন কুড়ির মধ্যে এই পকেট ভেন্টিলেটরের প্রোটোটাইপ বানিয়ে ছিলেন তিনি। জানা যায় দুটি ভাগে বিভক্ত এই পকেট ভেন্টিলেটার। প্রথমটি হল ভেন্টিলেশনের অংশ এবং অপরটি হল পাওয়ার ইউনিট। সুইচ অন করা মাত্র বাইরের বাতাস সংগ্রহ করে আল্ট্রাভায়োলেট চেম্বারে মাধ্যমে তা অক্সিজেনের রূপান্তরিত করে এই পকেট ভেন্টিলেটর। তবে প্রশংসার বিষয় এটাই যে প্রয়োজনীয় অক্সিজেনের পাশাপাশি উপস্থিত করোনাভাইরাসকেও মেরে ফেলতে সক্ষম এই পকেট ভেন্টিলেটর । এক কথায় চার্জেবেল এবং আকারে ছোট এই ভেন্টিলিটার এক অনবদ্য আবিষ্কার বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজনীতিতে কি পা দিতে চলেছেন কিং খান ? এম ভারত নিউজ

মন্নতে কিং খানের সঙ্গে দেখা করলেন প্রশান্ত কিশোর। তবে প্রশান্ত কিশোরকে হঠাৎ কেন ডেকে পাঠালেন শাহরুখ খান? সে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলের জল্পনা উঠেছে তুঙ্গে। তাহলে কি রাজনীতিতে নামছেন বলিউডের বাদশা ? নাকি কেবল সৌজন্য সাক্ষাতের জন্যই ভোটগুরু প্রশান্ত কিশোরকে ডেকে পাঠালেন তিনি। যদিও রাজনৈতিক মহলের তরফ থেকে উঠে আসা […]

You May Like

Subscribe US Now

error: Content Protected