0
0
Read Time:1 Minute, 9 Second
১০ জানুয়ারী, রবিবারঃ গত ৪৮ ঘণ্টায় পরপর ১৩০ বার রুশ বিমান হামলায় ভেঙে পড়ে সিরিয়ার একাধিক জঙ্গি ঘাঁটি, জানালো সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস্। হামলা শুরু হতেই ঘাঁটি ছেড়ে পালাতে থাকে জঙ্গীরা। সিরিয়া সেনার একাধিক ঘাঁটি দখলে রেখেছিল আইএসআইএস-এর জঙ্গিরা। সেইসব ঘাঁটিগুলিকে জঙ্গিমুক্ত করতেই এই বিমান হামলা, এমনটাই মনে করা হচ্ছে। একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা করেছে। সিরিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ১৯ জন সেনা জওয়ানের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছেএখনও পর্যন্ত ১২ জন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জঙ্গী অধিকৃত ঘাঁটি পুনর্দখল করতে হামলায় অংশগ্রহণ করে সিরিয়ার সেনাও, তাতে নিহত হয়েছে ১৯ জন সেনা জওয়ান।