
আমেরিকার নয়া প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে, টেক্সাসের জন্য একটি বড় মাপের বিপর্যয় ত্রাণ দেওয়া হবে। গত কিছুদিনে টেক্সাসের তাপমাত্রা এতটাই কম ছিল যে সেখানকার বিদ্যুৎ এবং জল সরবরাহ বন্ধ হয়ে যায় ফলে স্বভাবতই সমস্যায় পড়েন বহু সাধারণ মানুষ।

এই নির্দেশ অনুসারে রাজ্যের সাধারণ মানুষের জন্য একটি আপৎকালীন থাকার জায়গা, খাওয়ার জন্য উপযুক্ত জল এবং খাদ্য পাশাপাশি কিছু অর্থ প্রদান করা হয়েছে। শীতের এই ঝড় শহরের তাপমাত্রা এতটাই কমিয়ে দিয়েছে যে বহু মানুষ গৃহস্থলী এবং খাদ্য বিহীন হয়ে পড়েছে। বাইরে শীতের ঝড় ফলে বৈদ্যুতিক সংযোগ বন্ধ তার উপরে নেই উপযুক্ত জল, হতাশার কারণে মৃত্যু হয়েছে ৩০ এরও বেশি মানুষের।
বাইডেনের ক্ষমতায় আসার পর আমেরিকায় প্রথম এমন একটি বিপর্যয় মুখে পড়ল বাইডেন সরকার। জর্জ আব্যট নামক টেক্সাস গভর্নরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন বাইডেন সরকার। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই সমস্যা থেকে উদ্ধার পাওয়া যাবে বলে।