নির্বাচনের আগে প্রচারের ঝড় তুলতে শুক্রবার পূর্ব মেদিনীপুরে ৩টি জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ের চোট এখনো পর্যন্ত সম্পূর্ণ সেরে উঠেনি তবে বিধানসভা নির্বাচনের আগে কোনোভাবেই কোনো খামতি রাখতে চান না তিনি ।প্রচার হবে নিয়ম মেনে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

ইতিমধ্যেই জানা গিয়েছে আজ প্রথমে এগরাতে একটি জনসভা করবেন তিনি ।এবং পরে পটাশপুর ও মেচেদাতে নির্বাচনী জনসভা করবেন তিনি। আজকে ছাড়াও আগামী কাল ও পরশু জেলায় আরো ৬ টি নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানা গেছে তৃণমূল সূত্রের।
ইতিমধ্যেই সভামঞ্চের প্রস্তুতি শেষ লগ্নে পাশাপাশি মমতার সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল গুলি। এখন শুধু লক্ষ্য এই সভা গুলি থেকে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি নিজেকে ঘরের মেয়ে বলে দাবি করছেন তিনি বলছেন বাংলার মেয়ের পাশে থাকার অনুরোধ জানান তিনি সে ক্ষেত্রে নিজেকে কিভাবে বাংলার মেয়ে হিসেবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করছেন, তাও দেখার বিষয় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পাশাপাশি বিরোধীদের কিভাবে আক্রমন করেন সেই দিকেই তাকিয়ে সারা বাংলা, সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ এখন পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।