করোনা আক্রান্ত উত্তরবঙ্গের ২ সাংসদ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 50 Second

করোনা আক্রান্ত হলেন উত্তরবঙ্গের ২ সাংসদ। সংক্রমিত হয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও রাজ্যসভায় তৃণমূলের সাংসদ শান্তা ছেত্রী।প্রসঙ্গত সোমবার থেকেই শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। আর সেই অধিবেশনে যোগ দিতে দিল্লিতে পৌঁছে যান সুকান্ত মজুমদার। তবে দার্জিলিংয়েই ছিলেন শান্তা ছেত্রী। এদিকে, নিয়মবিধি অনুযায়ী সংসদে প্রবেশের আগে প্রত্যেক সাংসদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক হওয়ায় করোনা পরীক্ষা করান সুকান্ত মজুমদার ও শান্তা ছেত্রী। শনিবার রাতে ২ জনের রিপোর্টই পজিটিভ আসে। এরপরই রবিবার এক ফেসবুক লাইভে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান সুকান্ত মজুমদার। জানান আপাতত ১০ দিন দিল্লিতে নিজের ফ্ল্যাটে আইসোলেশনে থাকবেন তিনি। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের সতর্কতা অবলম্বন করতে বলেছেন সাংসদ। অন্যদিকে দার্জিলিং জেলা হাসপাতালে করোনা টেস্ট করান শান্তা ছেত্রী।পরীক্ষা করিয়েছিলেন রবিবার তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু রবিবার ফেসবুক পোস্ট করে তিনি জানান তিনিও করোনা আক্রান্ত। তাই আপাতত দিল্লি যাচ্ছেন না রাজ্যসভার এই তৃণমূল সাংসদ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

২০২১-র মার্চেই আসতে চলেছে করোনার ভ্যাকসিন, আশার বাণী শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী । এম ভারত নিউজ

2021-র মার্চেই দেশে আসতে পারে করোনাভাইরাসের ভ্যাকসিন। রবিবার এমনই আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সেইসঙ্গে তিনি এও বলেন, ভ্যাকসিনের প্রথম ডোজও গ্রহণ করবেন স্বয়ং। কিছুমাস আগে চলতি বছরের স্বাধীনতা দিবসের দিন ভ্যাকসিন আসার খবর শোনা গিয়েছিল। এ নিয়ে বেশ চর্চা শুরু হয়। প্রশ্নও ওঠে নানা। শেষমেশ টিকা আসেনি।ইতিমধ্যে অক্সফোর্ডের […]

Subscribe US Now

error: Content Protected