করোনা আক্রান্ত হলেন উত্তরবঙ্গের ২ সাংসদ। সংক্রমিত হয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও রাজ্যসভায় তৃণমূলের সাংসদ শান্তা ছেত্রী।প্রসঙ্গত সোমবার থেকেই শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। আর সেই অধিবেশনে যোগ দিতে দিল্লিতে পৌঁছে যান সুকান্ত মজুমদার। তবে দার্জিলিংয়েই ছিলেন শান্তা ছেত্রী। এদিকে, নিয়মবিধি অনুযায়ী সংসদে প্রবেশের আগে প্রত্যেক সাংসদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক হওয়ায় করোনা পরীক্ষা করান সুকান্ত মজুমদার ও শান্তা ছেত্রী। শনিবার রাতে ২ জনের রিপোর্টই পজিটিভ আসে। এরপরই রবিবার এক ফেসবুক লাইভে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান সুকান্ত মজুমদার। জানান আপাতত ১০ দিন দিল্লিতে নিজের ফ্ল্যাটে আইসোলেশনে থাকবেন তিনি। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের সতর্কতা অবলম্বন করতে বলেছেন সাংসদ। অন্যদিকে দার্জিলিং জেলা হাসপাতালে করোনা টেস্ট করান শান্তা ছেত্রী।পরীক্ষা করিয়েছিলেন রবিবার তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু রবিবার ফেসবুক পোস্ট করে তিনি জানান তিনিও করোনা আক্রান্ত। তাই আপাতত দিল্লি যাচ্ছেন না রাজ্যসভার এই তৃণমূল সাংসদ।
