2021-র মার্চেই দেশে আসতে পারে করোনাভাইরাসের ভ্যাকসিন। রবিবার এমনই আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সেইসঙ্গে তিনি এও বলেন, ভ্যাকসিনের প্রথম ডোজও গ্রহণ করবেন স্বয়ং। কিছুমাস আগে চলতি বছরের স্বাধীনতা দিবসের দিন ভ্যাকসিন আসার খবর শোনা গিয়েছিল। এ নিয়ে বেশ চর্চা শুরু হয়। প্রশ্নও ওঠে নানা। শেষমেশ টিকা আসেনি।ইতিমধ্যে অক্সফোর্ডের ফর্মুলায় তৈরি কোভিশিল্ড টিকার ট্রায়াল শুরু করেছিল সেরাম, কিছু সমস্যা দেখা দেওয়ায় বন্ধ করা হয়েছিল সেটি। ব্রিটেনে ছাড়পত্র মেলায় সেরাম ফের এদেশে শুরু করবে ট্রায়াল। এখন দেশবাসীর মনে প্রশ্ন একটাই, কবে আসবে করোনার টিকা? আর কতদিন ভয়ে ভয়ে বাঁচতে হবে সংক্রমণের। সে কথা জানিয়েই রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, ঠিক কবে ভ্যাকসিন আসবে তা এখনও নিশ্চিত করা না গেলেও, ২০২১ সালের প্রথম দিকেই, মার্চ মাসের মধ্যেই চলে আসবে ভ্যাকসিন। এ কথা জানানোর পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এ-ও নিশ্চিত করেন, ভ্যাকসিনের দাম এবং মানুষের ক্ষমতার উপর নির্ভর করে ভ্যাকসিন বিলি করা হবে না। যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তারাই যাতে সবার আগে ভ্যাকসিন পায়, সে ব্যবস্থাই করা হবে।
