দুদিনের বঙ্গ সফরের শেষ সাংবাদিক বৈঠকে বেশ আত্মবিশ্বাসী স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রত্যাশিতভাবেই এদিন শাহের নিশানায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে প্রশাসনিক অবক্ষয়ের নতুন যুগের সূচনা হয়েছে। উনি প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ করেছেন। রাজনীতির অপরাধীকরণ করেছেন। আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন।’ করোনা ও আমফানের ত্রাণেও তৃণমূল দুর্নীতি করতে ছাড়েনি বলেও তোপ দাগেন শাহ।

শাহের দাবি, তোষণ এমন জায়গায় পৌঁছেছে যে বাংলায় তিন রকমের আইন চালু হয়েছে। এক ধরণের আইন নিজের ভাইপোর জন্য। আরেক ধরণের আইন ভোটব্যাঙ্কের জন্য। আর সাধারণ মানুষের জন্য আলাদা
। এদিন বিজেপিকে একবার সুযোগ দেওয়ার আর্জি জানান অমিত শাহ। ৫ বছরে সোনার বাংলা গড়ার ডাক দেন তিনি। তাঁর কথায় বাংলায় বিকাশ হোক। সীমান্ত সুরক্ষিত হোক। বাংলায় অনুপ্রবেশ বন্ধ হোক।
এদিন শাহ বলেন, “দিদির একমাত্র লক্ষ্য আগামীবার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো। এবার বাংলার মানুষকে ঠিক করতে হবে তারা পরিবারবাদ চান না বিকাশবাদ”।