Read Time:1 Minute, 21 Second

নয়া অস্বস্তিতে রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামী। তাঁর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বন্ধু সন্দীপ সিংহ। বেশকয়েকদিন ধরেই ভুয়ো টিআরপি তৈরি,খবর পরিবেশনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, বলিউডকে কালিমালিপ্ত করা সহ একাধিক অভিযোগে রিপাবলিক টিভির কর্ণধার তথা সম্পাদক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সুশান্ত সিংহের বন্ধু ও প্রযোজক সন্দীপ সিংহের অভিযোগ, রিপাবলিক টিভি চ্যানেলে তাঁর সম্পর্কে বারবার অবমাননাকর উক্তি এবং কটু ভঙ্গিতে চিৎকার করেছে, আর তাই তাঁর গ্রেফতারের দাবি জানানো হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ নম্বর ধারায় অর্ণব গোস্বামী এবং রিপাবলিক টিভির বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন সন্দীপ সিংহ।