উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং কে নিয়ে রহস্যের শেষ নেই সারা বিশ্বে। নানান সময় নানান উড়ো খবর পাওয়া গেছে এই মানুষটি সম্পর্কে। কখনো শোনা গেছে জটিল রোগে ভুগছেন তিনি। আবার কখনো সাময়িক ভাবে বেপাত্তা হয়ে গেছেন ইনি। কিন্তু এবার রহস্য দানা বেঁধেছে হঠাৎ করে উদয় হওয়া তাঁর ঘাড়ের ক্ষত নিয়ে। তবে কি অসুস্থ উত্তর কোরিয়ার শাসক? নাকি কোনো হামলা হয়েছিল তার ওপর ? ছবিতে স্পষ্ট দেখা গেছে কিমের ঘাড়ে ব্যান্ডেজ ও আঘাতের চিহ্ন। আর তার থেকেই নানান সন্দেহ দানা বাঁধছে বিশ্ববাসীর মনে।

মঙ্গলবার কোরিয়ান পিপলস আর্মির এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কিম জং। আর সেখানেই স্থানীয় সংবাদ মাধ্যমের একটি ক্যামেরায় ধরা পড়ে তাঁর ঘাড়ের স্পষ্ট ক্ষতের চিহ্ন। গত মাসেই যখন পলিটব্যুরো মিটিং হয়েছিল উত্তর কোরিয়ায়, তখন কিমের ঘাড়ে কোনরকম ক্ষতচিহ্ন ছিল না। কোরিয়ার সেনাবাহিনীর আয়োজিত একটি অনুষ্ঠানের সমাপ্তিতে কিম জং উন যখন যোগ দিলেন তখনই দেখা গেল তার মাথার পিছনে ছোট আকারের একটি ব্যান্ডেজ বাঁধা। নজরে এল ক্ষতচিহ্ন। আর সেই নিয়েই বাড়ছে জল্পনা।