জ্ঞান, শিক্ষা এবং সমৃদ্ধি সব দিকেই এগিয়ে মেয়েরা। আর সেই মেয়েদেরই এবার সম্মান দিতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মহিলা মন্ত্রী সংখ্যা বাড়ানো হল মোদি সরকারের তরফে। জানা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৭৮ জন মন্ত্রীর মধ্যে ১১ জন মন্ত্রী মহিলা এবং তার মধ্যে ৮টি নতুন মুখ দেখতে পাওয়া যাচ্ছে। যদিও এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী দাবি করেছেন মন্ত্রিসভায় রদবদলের এক ঐতিহাসিক রদবদল। কারণ এর আগে কংগ্রেসের জামানায় একমাত্র কেন্দ্রীয় মন্ত্রিসভায় এতজন মহিলা মন্ত্রী উপস্থিত ছিলেন। তবে এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল দাবি করেছেন, নারীদের সম্মান জ্ঞাপনে রাজ্য সরকারের থেকে বেশ কিছুটা পিছিয়ে আছে কেন্দ্রীয় সরকার। মমতা মন্ত্রিসভায় ৪৪ জন মন্ত্রীর মধ্যে ৮ জন মহিলা। মোদীর মন্ত্রিসভায় ৭৮ জনের মধ্যে ১১ জন। প্রাক্তন মন্ত্রী সভার মন্ত্রীদের মধ্যে উপস্থিত থাকবেন নির্মলা সীতারমণ এবং স্মৃতি ইরানি,প্রতিমন্ত্রী ছিলেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি, রেণুকা সিংহরা।

কে কোন মন্ত্রক পেলেন :
১) কর্নাটকের সাংসদ শোভা কারান্দলাজে – কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ।
২) বিদেশ মন্ত্রক এবং কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী – দিল্লির আইনজীবী সাংসদ মীনাক্ষী লেখি ।
৩) নতুন মন্ত্রিসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ভারতী পাওয়ার।
৪) সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রকের প্রতিমন্ত্রী – অসমের সাংসদ প্রতিমা ভৌমিক।
৫) কেন্দ্রীয় বস্ত্র ও রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী – দর্শনা জার্দোস।
৬) কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী – উত্তরপ্রদেশে বিজেপি সাংসদ অনুপ্রিয়া প্যাটেল।
excellent content
Thank You for your reply ! Mbharat