৫ কুকুরছানাকে বিষ খাইয়ে খুন, পুলিশের দ্বারস্থ পশুপ্রেমীরা। এম ভারত নিউজ

admin

ফের অমানবিক নৃশংসতার সাক্ষী থাকল মহানগরী। ৫ কুকুরছানাকে ‘বিষ’ খাইয়ে খুনের অভিযোগ উঠল শোভাবাজার সংলগ্ন রামধন খান লেন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তাল এলাকা।

0 0
Read Time:2 Minute, 1 Second

ফের অমানবিক নৃশংসতার সাক্ষী থাকল মহানগরী। ৫ কুকুরছানাকে ‘বিষ’ খাইয়ে খুনের অভিযোগ উঠল শোভাবাজার সংলগ্ন রামধন খান লেন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তাল এলাকা। ইতিমধ্যেই জোড়াবাগান থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। পুলিশের তরফে তদন্তও শুরু করা হয়েছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে পশুপ্রেমীরা। জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার সকালে রামধন খান লেনে রাস্তার পাশেই এলাকার ৫ টি কুকুরছানা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পর্যবেক্ষণের পরেই বোঝা যায় মৃত্যু হয়েছে কুকুরছানাগুলির। একই সঙ্গে ৫ টি কুকুরছানার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকার বহু মানুষের অভিযোগ, পরিকল্পনামাফিক ভাবেই বিষ খাইয়ে খুন করা হয়েছে ওই নিরীহ প্রাণীগুলিকে। এরপরই এলাকার পশুপ্রেমীরা জোড়াবাগান থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করে।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত কুকুর বাচ্চাগুলি একেবারেই ছোট। এলাকার বাসিন্দারাই তাদেরকে প্রতিদিন খেতে দিত। এলাকার প্রায় সকলেরই প্রিয় ছিল কুকুরছানাগুলি। কে বা কারা এই কাজ করেছে, তা বুঝে উঠতেই পারছেন না কেউই। প্রত্যেকের দাবি, অবিলম্বে অভিযুক্তদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভুতের অস্তিত্বের খোঁজে 'স্পিরিট' । এম ভারত নিউজ

ভূতের অস্তিত্ব আছে না কি নেই এই নিয়ে দ্বন্দ্বের শেষ নেই দুনিয়াজুড়ে। তবে এবার এই অস্তিত্বের নানান ছোট-বড় ঘটনাকেই সামনে তুলে ধরার দায়িত্ব নিয়েছে , সিসটেমেটিক প্যারানরমাল ইনভেস্টিগেশন- রিসার্চ অ্যান্ড ইনটেলিজেন্স টিম বা ‘স্পিরিট’। দলটি নিজেদের বিভিন্ন সময়ের আধিভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার বিষয়ও তুলে ধরেছে বারবার। মূলত পজেটিভ এবং নেগেটিভ […]

You May Like

Subscribe US Now

error: Content Protected