ব্রডশিট এলএলসি নামের একটি সংস্থা পাকিস্তান ও ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো থেকে প্রায় ৩৩ মিলিয়ন ডলার টাকা পায় কিন্তু এই টাকা নির্ধারিত সময়ের মধ্যে ফেরত দিতে পারেনি পাকিস্তান। পাকিস্তান কাউন্সেল ‘অ্যালেন অ্যান্ড ওভারি’কে একটি চিঠি পাঠিয়েছে ওই সংস্থা তারপরেও পাকিস্তান সরকার কোনো উত্তর দেয়নি। পাকিস্তান আর ন্যাব-এর বিরুদ্ধে মামলা করে ওই সংস্থা এবং জিতেও যায়। পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত । যদিও এখনও তারা সেরম কিছুই করেনি । ইংল্যান্ড সফরে থাকা পাকিস্তান ক্রিকেট দলকে ওই সংস্থা হুমকি দিয়েছেচ, যে কোনো দিন তারা পাকিস্তানের ড্রেসিংরুমে ঢুকে পড়তে পারে। লন্ডনে পাকিস্তান দূতাবাস বিল্ডিং এবং হাইকমিশনারের বাড়িও বাজেয়াপ্ত করার হুমকি দিয়েছে তারা। নিউইয়র্কের রুসভেল্ট হোটেলও রয়েছে তাদের তালিকায়। প্রশ্ন সমস্ত বকেয়া মিটিয়ে পাকিস্তান কি পারবে তাদের জাতীয় দলের সম্মান রক্ষা করতে ?
