বিশ্বভারতী ছাত্র আন্দোলনের পাশে ঐশী ঘোষ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:4 Minute, 54 Second

ছাত্র আন্দোলন ঘিরে আপাতত উত্তাল বিশ্বভারতী। তিনদিন পরেও বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে মিললো না কোনরকম আশ্বাস। এবার বিশ্বভারতীর আন্দোলন রত ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ালেন বাম ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ঐশী ঘোষ। বাম ছাত্র সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য্যকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে শান্তিনিকেতনে এসে প্রথমেই উপাচার্যের বাসস্থানের সামনে অবস্থানকারী ছাত্রছাত্রীদের সাথে দেখা করেন ঐশী। ঐশী জানিয়েছেন,” অন্যান্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের মতো বিশ্বভারতীকেও নিয়ন্ত্রণ করছে আরএসএস-বিজেপি। এখানকার উপাচার্য আরএসএস-বিজেপির নির্দেশমত কাজ করছেন। নাগপুর থেকে যা নির্দেশ পাচ্ছেন সেই নির্দেশ মত কাজ করছেন তিনি। সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক মানসিকতায় পরিচালনা করা হচ্ছে।”

বিশ্বভারতী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত তিন ছাত্রছাত্রীকে বহিষ্কার করার বিষয়ে তিনি জানান যে ছাত্র আন্দোলন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। তা সত্ত্বেও যেভাবে তিন ছাত্রছাত্রীকে যেভাবে বহিষ্কার করা হয়েছে তা নজিরবিহীন। বিশ্বভারতীর সঙ্গে রবীন্দ্রনাথের ভাবাদর্শ জড়িয়ে আছে তাই বিশ্বভারতীর যিনি উপাচার্য হবেন তাঁকে আরো অনেক বেশি দায়িত্ববান ও যত্নবান হতে হবে এমনটাই মত সম্পাদক সৃজন ভট্টাচার্যের। কিন্তু তিনি মনে করেন বর্তমান উপাচার্য এই রবীন্দ্র দর্শন বা আদর্শ সম্পর্কে একদমই ওয়াকিবহাল নন। প্রসঙ্গত,এদিন উপাচার্যের পদত্যাগের দাবিতে নাগরিক মঞ্চের পক্ষ থেকেও বিক্ষোভ মিছিল করা হয়।ছাত্র আন্দোলন ঘিরে আপাতত উত্তাল বিশ্বভারতী। তিনদিন পরেও বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে মিললো না কোনরকম আশ্বাস। এবার বিশ্বভারতীর আন্দোলন রত ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ালেন বাম ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ঐশী ঘোষ। বাম ছাত্র সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য্যকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে শান্তিনিকেতনে এসে প্রথমেই উপাচার্যের বাসস্থানের সামনে অবস্থানকারী ছাত্রছাত্রীদের সাথে দেখা করেন ঐশী। ঐশী জানিয়েছেন,” অন্যান্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের মতো বিশ্বভারতীকেও নিয়ন্ত্রণ করছে আরএসএস-বিজেপি। এখানকার উপাচার্য আরএসএস-বিজেপির নির্দেশমত কাজ করছেন। নাগপুর থেকে যা নির্দেশ পাচ্ছেন সেই নির্দেশ মত কাজ করছেন তিনি। সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক মানসিকতায় পরিচালনা করা হচ্ছে।”

বিশ্বভারতী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত তিন ছাত্রছাত্রীকে বহিষ্কার করার বিষয়ে তিনি জানান যে ছাত্র আন্দোলন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। তা সত্ত্বেও যেভাবে তিন ছাত্রছাত্রীকে যেভাবে বহিষ্কার করা হয়েছে তা নজিরবিহীন। বিশ্বভারতীর সঙ্গে রবীন্দ্রনাথের ভাবাদর্শ জড়িয়ে আছে তাই বিশ্বভারতীর যিনি উপাচার্য হবেন তাঁকে আরো অনেক বেশি দায়িত্ববান ও যত্নবান হতে হবে এমনটাই মত সম্পাদক সৃজন ভট্টাচার্যের। কিন্তু তিনি মনে করেন বর্তমান উপাচার্য এই রবীন্দ্র দর্শন বা আদর্শ সম্পর্কে একদমই ওয়াকিবহাল নন। প্রসঙ্গত,এদিন উপাচার্যের পদত্যাগের দাবিতে নাগরিক মঞ্চের পক্ষ থেকেও বিক্ষোভ মিছিল করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্য সরকারের বদলি নীতিতে ক্লান্ত হয়ে আত্মহত্যা চিকিৎসকের ! । এম ভারত নিউজ

দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বদলি নীতি নিয়ে ক্লান্ত চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য। অবশেষে ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, ‘আর পারছিনা। আমার শান্তি কোথায়? জব রেসিগ্নেশনে?’ জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য দপ্তরে কমিউনিটি মেডিসিন বিভাগের চিকিৎসকের দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ ৮ বছর ধরে এই একই দায়িত্ব পালন করে চলেছেন তিনি। তার পরবর্তীতে, […]
news_1283

Subscribe US Now

error: Content Protected