এ যেন এক অবাক ঘটনা! দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লির বাড়ি থেকে একটি পাঁচ ফুটের লম্বা সাপ উদ্ধার করল বনপ্রাণ বিভাগ। ঘটনা সূত্রপাত বৃহস্পতিবার সকালে, স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের চোখে পড়ে সাপটি, এরপরই এই ঘটনা সামনে আসতেই হুলুস্থুল পড়ে যায় দেশ জুড়ে। অমিত শাহের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের কাছ থেকে জানা যায় সাপটির গায়ে ডোরাকাটা দাগ ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির চত্বরে সাপটি দেখা মাত্র বনপ্রাণ বিভাগকে খবর দেয় নিরাপত্তারক্ষীরা। এরপরই বনপ্রাণ বিভাগ এসে সাপটি উদ্ধার করে। সাপটি পাঁচ ফুটের মতো লম্বা, ঢোঁড়া প্রজাতির। বনপ্রাণ বিভাগের এক কর্মী জানান, সাপটি নিরাপত্তা রক্ষীদের ঘরের পাশে এক কাঠের পাটাতনে লুকিয়ে ছিল। তবে একটাই প্রশ্ন, দিল্লির এত জনবহুল এলাকার মধ্যে সাপটি এল কোথা থেকে? দিল্লি প্রশাসনের এক আধিকারিকের কথায়, বর্ষায় দিল্লিতে এটা এমন কোন অস্বাভাবিক ঘটনা নয়। তিনি আরও জানান, দিল্লিতে ইতিমধ্যেই নানান এলাকা থেকে ৭০ টি সাপ উদ্ধার করা হয়েছে।
খোদ অমিত শাহের বাড়িতে উদ্ধার ৫ ফুট লম্বা সাপ । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 42 Second