হেরে গিয়েও প্রতিপক্ষের শ্রদ্ধা কুড়োলেন অলিম্পিকের মঞ্চে ভারতীয় সেনা সতীশ কুমার। আজ রবিবারই বক্সিং এর সুপার হেভিওয়েট বিভাগের বিশ্ব চ্যাম্পিয়ন বাখোদির জোলোলোভের বিরুদ্ধে সতীশ কুমারের পরাজয়ের মাধ্যমেই অলিম্পিকে ভারতীয় বক্সারদের দৌড় এবারের মতো শেষ হয়েছে। সতীশের এদিন পদকপ্রাপ্তি না হলেও জয় করলেন অনেককিছু। কপালে ও চিবুকে মোট সাতটি সেলাই নিয়ে রিং এ নেমে ভারতীয় সেনার হার না মানা লড়াই তুলে ধরলেন বিশ্বের মঞ্চে।

আর তাতেই প্রতিপক্ষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছেন তিনি।প্রি-কোয়ার্টার ফাইনালে জামাইকা রিকার্ডো ব্রাউনের বিরুদ্ধে কপালে ও চিবুকে আঘাত পান তিনি। মেডিক্যাল পরীক্ষার পর তাঁকে আদেও লড়াইয়ে নামতে দেওয়া হবে কিনা সেই নিয়ে যথেষ্টই চিন্তিত ছিল ভারতীয় বক্সার দল। কিন্তু চোট নিয়েই শেষমেশ উজবেকিস্তানের বাখোদির জোলোলোভের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ০-৫ ফল করেছিলেন। কিন্তু স্কোর বোর্ডে এই ভারতীয় সেনার মরণপণ লড়াই প্রতিফলিত হয়নি। আর তাই সতীশ পরাজিত।

তবে তাঁর এই লড়াই ভারতীয় সেনার মতোই যুদ্ধক্ষেত্রে হার না মানা লড়াই। গুরুতর চোট নিয়ে রক্তে চোখ ভিজলেও লড়াই থেকে সরেননি সতীশ। সেই রক্ত একবার উজবেকিস্তানের প্রতিপক্ষের গায়ে গিয়ে পড়ল। তখন বাউট স্থগিত রাখতে বাধ্য হয়েছিলেন রেফারি।তবে এদিন সব বিভাগেই জোলোলোভের থেকে পিছিয়েছিলেন সতীশ কুমার। কিন্তু সাহসী লড়াইয়ের জোরে উজবেক বক্সারের থেকেও সমীহ আদায় করে নিয়েছেন এই ভারতীয় সেনা। প্রতিযোগিতার শেষে রিং এর মধ্যে সতীশের সাহসিকতাইয় মুগ্ধ হয়ে রিং ছাড়ার সময় ভারতীয় এই বক্সারকে উষ্ণ আলিঙ্গন করে যান তিনি। আর সেটাই ভারতীয় সেনার বড় জয়।