বাজপেয়ীর জন্মবার্ষিকীতে ৯ কোটি কৃষকের উদ্দেশ্যে বার্তা মোদির । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 23 Second

শুক্রবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির উদ্দ্যেশ্যে দেশের ৯ কোটি কৃষককে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিক্ষোভের মাঝেই সমঝোতার সুর কেন্দ্রের । ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬টি রাজ্যের ৯ কোটিরও বেশি কৃষকের সামনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদি । এই অনুষ্ঠানের তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বস্ত্র মন্ত্রী স্মৃতি ইরানি, খাদ্য মন্ত্রী পীযূষ গোয়েল, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সড়ক উন্নয়ন মন্ত্রী নীতীন গডকড়ী, আইন মন্ত্রী রবি শংকর প্রসাদ, জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সহ বহু কেন্দ্রীয় মন্ত্রী, নেতা ও সাংসদ ।

এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’র পরবর্তী আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করতে পারেন মোদী । বিভিন্ন এলাকার বিডিও অফিস থেকে মোদীর বার্তা সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই অনুষ্ঠান সম্প্রচারন হওয়ার জায়গাগুলিতে বড় বড় টিভি স্ক্রিন লাগানো হয়েছে । কিষাণ মান্ডিগুলিতে যাতে প্রধানমন্ত্রীর এই বার্তা যথাযথ ভাবে পৌঁছে দেওয়া যায় তার বন্দবস্ত করা হয়েছে এমনকি স্থানীয় ভাষায় অনুবাদের ব্যবস্থাও করা হয়েছে যাতে প্রতিটি আঞ্চলের কৃষকদের তাঁর কথা শুনতে এবং বুঝতে সুবিধে হয় । এছাড়াও বিভিন্ন অঞ্চলে বিশেষ লিফলেটও বিলি করা হয়েছে ।

উল্লেখ্য বহু দিন ধরেই সারা দেশ জুড়ে চলছে কৃষি বিক্ষোভ । কৃষকদের দাবী, নয় এই নয়া কৃষি আইন প্রত্যাহার করতে হবে । এই বিক্ষোভ চালু হওয়ার পর থেকেই কেন্দ্রের সঙ্গে বার বার বৈঠক হলেও তাতে মীমাংসা হয়নি কিছুই । প্রধানমন্ত্রী নিজে সংবাদ মাধ্যমে কৃষকদের বোঝানোর চেষ্টা করলেও তাঁর ফল পাওয়া যায়নি । আন্দোলনকারী কৃষকরা ভারত বনধ করেছিলেন যার জন্যে সারা দেশবাসিকে নানান ভোগান্তিতে পড়তে হয়েছে । যার জন্যেই বলা যেতে পারে এই বিক্ষোভ কেন্দ্রের গলায় প্রায় কাঁটার মত বিঁধে আছে । এই সমস্যার সমাধানেই শুক্রবারের এই বিশেষ অনুষ্ঠান । এবার দেখার এই অনুষ্ঠান কতটা ফলপ্রসূ হয় ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

চালু হতে চলেছে দেশের প্রথম স্বয়ংক্রিয় মেট্রো । এম ভারত নিউজ

সুখবর ভারতীয় মেট্রো যাত্রীদের জন্য। দেশের প্রথম স্বয়ংক্রিয় মেট্রো ছুটবে রাজধানীর বুক চিড়ে। দিল্লির জনকপুরী (পশ্চিম) থেকে শুরু করে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার রাস্তা পারি দেবে ভারতের প্রথম স্বয়ংক্রিয় মেট্রো। ২৮ এ ডিসেম্বর স্বয়ংক্রিয় মেট্রোরেল পরিসেবা উদ্বোধন হবে রাষ্ট্রের প্রধানমন্ত্রীর হাত ধরে। প্রথমবার স্বয়ংক্রিয় মেট্রো যাত্রা উপভোগ করতে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected