নাসা থেকে পাঠানো মঙ্গল যান পারসিভিয়ারেন্স মঙ্গলে পৌঁছানো মাত্রই একের পর এক চিত্র প্রেরণ করতে শুরু করেছে। নাসার তরফ থেকে জানানো হয়েছে, এই মঙ্গলযান মঙ্গলের একটি গভীর হ্রদের মধ্যে অবতরণ করেছে। পূর্ব তথ্য অনুসারে আগামী দুই বছর অবধি মঙ্গলে থাকবে এই যান । পাশাপাশি লাল গ্রহ থেকে নমুনা সংগ্রহের কাজ করবেন বৈজ্ঞানিকরা।
নাসার বৈজ্ঞানিক মহলের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দু’বছর সেখানেই থাকছেন বৈজ্ঞানিকরা । তাঁরা সেখানে থাকা অনুজীবেদের সন্ধান করতে চলেছেন, পাশাপাশি খুঁজতে চলেছেন সেখানে কোন প্রাণের অস্তিত্ব আছে কিনা। ইতিমধ্যেই বৈজ্ঞানিকরা জানিয়েছেন সম্ভবত মঙ্গলে একটি হ্রদ ছিল আর সেখানেই একসময় প্রাণের অস্তিত্ব ছিল বলে মনে করছেন তাঁরা। মঙ্গলে যে হ্রদের সন্ধান পাওয়া গেছে তা নিয়ে খুবই উৎসাহিত বৈজ্ঞানিক মহল। রোভার দ্বারা ওই হ্রদের পরিবেশটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করতে চান তাঁরা।