ফলতায় টায়ার কারখানায় বিধ্বংসী আগুন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 28 Second

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলিহান শিখায় শহরতলির কত শত কলকারখানা ধূলিসাৎ হয়ে যায়|অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনা নতুন কিছু নয়, তবে প্রত্যেকটা ধ্বংসই কষ্টদায়ক|দক্ষিণ ২৪ পরগনার ফলতা বানিজ্য কেন্দ্রের ১ নম্বর সেক্টরে টায়ার কারখানায় আগুন লাগল।গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ওই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮ টি ইঞ্জিন| যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। সূত্র মারফৎ জানা গিয়েছে, রবিবার দুপুর দু’টো নাগাদ ওই টায়ার কারখনা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। তবে দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। ধোঁয়ায় গোটা আকাশ কার্যত ঢেকে যায়। অতিদ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল।

শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘড়ির কাঁটায় বিকেল ৬ টা বাজলেও এখনও সম্পূর্ণ আয়ত্তে আসেনি আগুন।  যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই জানা যাচ্ছে। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট হয়নি । দমকলের আধিকারিকরা জানিয়েছেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শট সার্কিট থেকেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ড। এবিষয়ে ওই টায়ার কারখানায় কর্মরত অরুময় গায়েন বলেন, “বারবার এই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কেন কিছুদিন পরপর এই ঘটনা ঘটছে তা তদন্ত করে দেখা প্রয়োজন।”  এই ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শীতলকুচির ঘটনায় মোদি-শাহকে তোপ অভিষেকের । এম ভারত নিউজ

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফা থেকেই অশান্তি লেগে রয়েছে| চতুর্থ দফায় অশান্তির আঁচ আরও বেড়ে চার জনের মৃত্যু হল| বহিরাগত শক্তির কাছে মাথা নত না করায়, বিজেপি-র বশ্যতা স্বীকার না করায় চার জনকে গুলি করে মারা হয়েছে। উত্তর দমদমের জনসভা থেকে শীতলকুচির ঘটনা নিয়ে এ ভাবেই বিজেপি-কে আক্রমণ করলেন তৃণমূল […]

Subscribe US Now

error: Content Protected