তারকা শিল্পী এবং উর্দ্ধতন রাজনীতিবিদদের টুইটার হ্যাকিংয়ের ঘটনায় গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নাগরিক। জানা যাচ্ছে যুক্তরাষ্ট্রীয় ঐ নাগরিকের বয়স মাত্র বাইশ বছর। প্রসঙ্গত উল্লেখ্য টুইটার হ্যাকিংয়ের এই ঘটনাটি ঘটেছিল ২০২০ সালের জুলাই মাসে । জানা যাচ্ছে গত বুধবার এই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিককে স্পেন থেকে গ্রেফতার করা হয়েছে । বুধবার মার্কিন বিচার বিভাগীয় সংস্থার তরফ থেকেই বিষয়ক তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ ব্যক্তির নাম জোসেফ ও’কনর এবং জানা যাচ্ছে তাঁকে একই সঙ্গে বিভিন্ন মামলার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। শুধু টুইটার নয় পাশাপাশি টিকটক এবং স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট গ্রহণের ক্ষেত্রে কম্পিউটারের অনুপ্রবেশ এবং একটি কিশোরকে সাইবার স্ট্যাকিংয়ের অপরাধমূলক অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল তাকে।

প্রসঙ্গত উল্লেখ্য ২০২০ সালে এই মার্কিন যুক্তরাষ্ট্রেও যুবক আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইলন মাস্কের মত বিখ্যাত ব্যক্তিদের টুইটার প্রোফাইল হ্যাক করেছিলেন। পাশাপাশি সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা এবং টিভি রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ানের অ্যাকাউন্টগুলিও হিট করা হয়েছিল। কথিত এই হ্যাকার অ্যাকাউন্টগুলিতে ডিজিটাল মুদ্রা চাওয়ার জন্য অ্যাকাউন্টগুলি ব্যবহার করেছিলেন। টুইটারকে অ্যাকাউন্টের সুরক্ষা পুনরুদ্ধার না হওয়া অবধি কয়েক ঘন্টা যাচাই করা বার্তা প্রকাশ করা থেকে বিরত থাকার পদক্ষেপ নিতে বলা হয়েছিল।