২০২৪ সালের মধ্যে নিউইয়র্কে জনসাধারণের জন্য তৈরি হতে চলেছে এলজিবিটিকিউ+ মিউজিয়াম। জানা যাচ্ছে নিউইয়র্ক হিস্টোরিক সোসাইটির তরফে সমস্ত নতুন আমেরিকানদদের এলজিবিটি কিউ প্লাস কমিউনিটির মানুষদের আগামী দিনের পথকে আরও সহজলভ্য করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে নিউইয়র্ক হিস্টোরিক সোসাইটি তরফ থেকে আগামী দিনে তার এলাকার ৭০ হাজার ফিটের বেশি সম্প্রসারণ করা হবে, কেবলমাত্র এই মিউজিয়ামটি তৈরি করার জন্য। নতুন এই জাদুঘরটি নিউ ইয়র্কের হিস্টোরিক সোসাইটি চতুর্থ তলায় তৈরি করা হবে। সেটিতে রুফ গার্ডেন দেখা যাবে । এছাড়া দুটি গ্যালারিও থাকবে এই মিউজিয়ামে। পাশাপাশি এই মিউজিয়ামটি তে অফিস এবং স্টোরেজ জন্য অঞ্চল থাকতে চলেছে । জানা যাচ্ছে রবার্ট এএম স্টারন নামক একজন স্থাপত্য শিল্পী দ্বারা এটি ডিজাইন করা হবে।

নিউইয়র্কের যাদুঘরটি স্থাপনের ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক সংখ্যক এলজিবিটিকিউ + লোকের কাছ থেকে আসে। মূলত আমেরিকান এলজিবিটিকিউ + ভ্রমণকারীদের শীর্ষস্থানগুলির মধ্যে এই মিউজিয়ামটি অন্যতম। জানা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৪ সালের মধ্যে এই মিউজিয়াম তৈরি করা সম্ভব হবে।