বাজি ফাটানোকে ঘিরে ফের মামলা দায়ের হাইকোর্টে ; কিন্তু কেন ? । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 23 Second

দীপাবলির দিন যতোই এগিয়ে আসছে ততই যেন আইনি জটিলতা বাড়ছে বাজির উপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে। সুপ্রিম কোর্টের তরফে বেশ কিছু বাজি ফাটানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠে গেলেও এবার ফের কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন এক মামলাকারী বেআইনি বাজি বন্ধের আর্জি নিয়ে ।

জানা গিয়েছে যে, বাজি ফাটানোর ক্ষেত্রে একাধিক আর্জি নিয়ে মামলাকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । লোকালয়ের কাছে বাজি ফাটানো যাবে না এবং যে বাজি ফাটানো হবে সেটিকে অবশ্যই পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশন বা ‘পেসো’ দ্বারা স্বীকৃত হতে হবে- মামলাকারীর পক্ষ থেকে এই মর্মে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই আজ বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ মামলার অনুমতি দিয়েছে এই বাজি সংক্রান্ত মামলার বিষয়ে। শুনানির দিন ধার্য করা হয়েছে আগামিকাল অর্থাৎ বুধবার সকালেই ।

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট প্রথমেই আসন্ন উৎসবের দিনগুলোতে সব ধরনের বাজি নিষিদ্ধ করে । এমনকি নিষেধাজ্ঞা জারি করা হয় ‘পরিবেশ বান্ধব’ তথা সবুজ বাজিতেও । এরপরেই সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়,পরিবেশ বান্ধব বাজির ক্ষেত্রে কোনও বাধা থাকবে না যদি পরিবেশের পরিস্থিতি অনুকূল থাকে । ফলত, সেই নিয়ম মানার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকেও। এবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর ফের হাইকোর্টের দারস্থ হলেন এক মামলাকারী। সব মিলিয়ে, বাজি সংক্রান্ত জটিলতা যেন কিছুতেই কাটার নয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভ্রমনপিয়াসীদের জন্য দুঃসংবাদ ! বাতিল দুজোড়া জনপ্রিয় ট্রেন । এম ভারত নিউজ

দেশ জুড়ে চলছে পুজোর মরশুম। আর পুজোরছুটির আবহে ভ্রমনপিপাসুদের জন্য এবার দুংসংবাদ। বেড়ানোর মরশুমেই তিস্তা-তোর্সা এক্সপ্রেস বন্ধ হয়ে গেল।তাও এক-দু’দিন নয়, একেবারে তিন মাসের জন্য গড়াবে না তিস্তা-তোর্সা এক্সপ্রেসের চাকা। উত্তর-পূর্ব সীমান্ত রেল আপাতত বাতিল করে দিল শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ারের মধ্যে যাতায়াতকারী অন্যতম ট্রেন তিস্তা-তোর্সা এক্সপ্রেস স্পেশাল। ইতিমধ্যেই রেলের […]

Subscribe US Now

error: Content Protected