শীঘ্রই আসতে চলেছে কোভিড ভ্যাকসিন। ইতিমধ্যে ট্রায়াল চালাচ্ছে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। তবে শনিবার সংস্থার সিইও কেন্দ্রের কাছে সরাসরি একটি প্রশ্ন তুললেন। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা টুইটবার্তায় লেখেন,
ভারতে কোভিড ভ্যাকসিনের জন্য কেন্দ্র সরকার ৮০ হাজার কোটি টাকা খরচ করতে পারবে তো?। সেই টুইটে প্রধানমন্ত্রীর কার্যালয়কেও ট্যাগ করেছেন তিনি। যদিও কেন্দ্রের তরফে একাধিকবার জানানো হয়েছে, টিকা উদ্ভাবনের পরে কী কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে প্রস্তুতি সেরে রাখছে একটি বিশেষজ্ঞ কমিটি। সেইমতো বিভিন্ন পরিকল্পনাও করা হচ্ছে।
এদিকে, কয়েকদিন স্থগিত থাকার পর চলতি সপ্তাহেই ফের
ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বহুজাতিক ফার্মা সংস্থা অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করেছে। ভারতে সেরাম ইনস্টিটিউট ওই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চালাচ্ছে। এই ট্রায়াল সফল হলেই গণ হারে ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন।