উত্তরপ্রদেশে দ্বিতীয় দিন, ঠাসা কর্মসূচিতে ব্যস্ত মোদি । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 40 Second

পাখির চোখ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন । আর তার আগেই উত্তরপ্রদেশে বিভিন্ন কর্মসূচি নিয়ে উপস্থিত হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকালই উত্তরপ্রদেশের বারাণসীতে নবরূপে সুসজ্জিত কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরের প্রথম ধাপের উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। জানা যায় আজ সেখানে আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তাঁর। জানা যাচ্ছে, আজ সকালেই বিশ্বনাথ মন্দিরের যাওয়ার কথা রয়েছে তাঁর। তারপরই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ,ওই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন বারোটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেখানেই নিজেদের কাজের খতিয়ান পেশ করতে চলেছেন তাঁরা। শোনা যাচ্ছে আজকের বৈঠকে খতিয়ান পর্যালোচনা করে দেখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী ।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই উত্তরপ্রদেশের বারানসির কাশী বিশ্বনাথ মন্দির পুন:উদ্বোধনে , উত্তর প্রদেশ গিয়েছিলেন মোদি। মন্দিরের উদ্বোধন কর্মসূচি সম্পন্ন করেই, অন্যান্য কর্মসূচিতে ব্যস্ত হয়ে গিয়েছিলেন তিনি জানা যায় ,গতকাল রাত্রে বারানসী রেলস্টেশন পরিদর্শন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে স্টেশনের বিভিন্ন আধুনিক ব্যবস্থা গুলি সম্পর্কে বিশেষ তথ্য গ্রহণ করতে দেখা যায় তাঁকে। গতকাল তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রেল স্টেশন গুলির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন আগামী দিনে আরও পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন গড়ে তোলাই সরকারের লক্ষ্য।ওদিকে আজই দিল্লি ফিরতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী । তার আগেই একটি যোগ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যেতে পারে তাঁকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পুরো ভোটের আগেই নয়া সাফল্য রাজ্য এসটিএফের । এম ভারত নিউজ

সামনেই পুরভোট ,তার আগেই নয়া সাফল্য পেল রাজ্য এসটিএফ। মহানগরী থেকে উদ্ধার হল এক কোটি টাকা। একত্রিত ভাবে বেশ কয়েকটি নোটের বান্ডিল পাওয়া যায় বলেই জানা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী রবিবারের পুরভোট হতে চলেছে মহানগরীর বিভিন্ন পৌরসভায়। আর তার আগেই শহরে উদ্ধার হল এই বিপুল পরিমান নগদ অর্থ। জানা যাচ্ছে […]

Subscribe US Now

error: Content Protected