0
0
Read Time:1 Minute, 9 Second
কলকাতার পুরভোটে অশান্তির অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় সুরাহার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে সব নথি সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।ঐ মামলায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশে প্রিসাইডিং অফিসারের ডায়েরি, ভোটারদের সই ও হাতের ছাপ সংগ্ৰহ করারও নির্দেশ রয়েছে।
শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনকে এমনই জানানো হয়।
রবিবার কলকাতা পৌরসভার ভোটপর্ব শেষ হওয়ার পর ভোট লুঠের অভিযোগ সহ একাধিক মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়।
পরবর্তী শুনানি ৬জানুয়ারীর মধ্যেই অভিযোগের সপক্ষে তথ্য,প্রমান সহ হলফনামা জমা দেওয়া নির্দেশ ও দিয়েছে আদালত।