প্রয়াত হলেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 3 Second

শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন কৃষ্ণা রায়। সমস্ত যুদ্ধের অবসান ঘটিয়ে আজ ভোর চারটে নাগাদ মারা যান তিনি, শোকের ছায়া তৃণমূলে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরবর্তীতে ফুসফুস প্রতিস্থাপনের জন্য চেন্নাই নিয়ে যাওয়া হল জীবন যুদ্ধে হেরে গেলেন কৃষ্ণা রায়। জানা যায় চেন্নাইয়ের ওই হাসপাতালেই মৃত্যু হয়েছে কৃষ্ণা রায়ের।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই সস্ত্রীক করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন মুকুল রায় । তারপর শারীরিকভাবে সুস্থ হয়ে উঠেছিলেন , মুকুল রায়, তবে সুস্থ হননি কৃষ্ণা দেবী। জানা যায় , করোনা সংক্রমণের কারণে ফুসফুসের মারাত্মক সংক্রমণ ঘটে কৃষ্ণা দেবীর। তাঁর জন্য গঠন করা মেডিকেল বোর্ডের তরফে জানানো হয়, ফুসফুস প্রতিস্থাপনের প্রয়োজনে, তাঁকে চেন্নাই পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার আগে পর্যন্ত তাঁকে একমো সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে ফুসফুস প্রতিস্থাপনের জন্য ব্রেন ডেথ হওয়ায় একজন ব্যক্তির সন্ধান করা হয়েছিল কৃষ্ণ দেবীর জন্য। সব চেষ্টা বিফল করে দিয়ে চলে গেলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ,তাঁর চিকিৎসা চলাকালীন হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

যাত্রীবাহী বিমানের আসন সংখ্যা বাড়াল কেন্দ্র । এম ভারত নিউজ

যাত্রীবাহী বিমানের আসন সংখ্যা বাড়াল কেন্দ্র সরকার। এখন থেকে ৬৫% যাত্রী নিয়ে উড়তে পারবে বিমানগুলি। বর্তমানে করোনা আবহের কারণে মাত্র ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানো হচ্ছিল বিমান গুলি। তবে সংক্রমণ কিছুটা নিম্নগামী হওয়ায় বাড়ানো হল বিমানের যাত্রী সংখ্যা। প্রসঙ্গত উল্লেখ্য ,করোনা সংক্রমণে প্রথম ঢেউয়ের আনলক ফেস চলাকালীন ৮০% নিয়ে চালানো […]
news_91

Subscribe US Now

error: Content Protected