Read Time:1 Minute, 11 Second

ছটপুজো উপলক্ষে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল কর্তৃপক্ষ । যা সমষ্টিপুর রেল বিভাগের দরভাঙ্গা, জয়নগর, রাকসৌল এবং মুজাফফরপুর থেকে হাওড়া, মুম্বাই, আহমেদাবাদ ও উধনা যাবে। বিভিন্ন রাজ্য থেকে বিহারে আসা ভক্তদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল দপ্তর । ২২শে নভেম্বর থেকে টানা ৩০শে নভেম্বর অবধি এই ট্রেনগুলি চলবে । রিজার্ভেশন কাউন্টার থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট নিয়ে আসন সংরক্ষিত করতে হবে । এই ট্রেনগুলিতে সমস্ত আসনই সংরক্ষিত থাকবে । অর্থাৎ যারা আসন সংরক্ষন করবেন না তাদের জন্যে এই ট্রেনে ওঠার যুযোগ থাকছে না । এমনটাই জানিয়েছেন সমষ্টিপুর রেলওয়ে বিভাগের সিনিয়র ডিসিএম সরস্বতী চন্দ্র ।