মমতার নির্দেশে আইপ্যাকের কর্মীদের ছাড়াতে ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধিদল। ত্রিপুরায় পৌঁছে বিপ্লব দেবের সরকারকে আক্রমণ করেন ব্রাত্য বসু ,মলয় ঘটক, ও ঋতব্রতরা। চাপ বাড়াতে শুক্রবার ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে টিম প্রশান্ত কিশোরের সদস্যদের নতুন করে থানায় তলব করা নিয়ে বিতর্ক আরও দানা বেঁধেছে। ২০২৩-এ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের সমীক্ষা করতে ত্রিপুরায় গিয়েছিলেন প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের ২৩ জন সদস্য। রবিবার রাত থেকে ত্রিপুরার আগরতলায় একটি হোটেলে তাঁদের বন্দি করে রাখা হয়েছে। এমনটাই অভিযোগ উঠে এসেছে বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে। যদিও বিজেপি সরকার এই দায় সম্পূর্ণ অস্বীকার করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছেন, করোনা ভাইরাসের কারনে এই সর্তকতা অবলম্বন করতে বলা হয়েছে আইপ্যাকের ২৩ জন সদস্যকে ।

মমতা ব্যানার্জির নির্দেশে বুধবার ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন ব্রাত্য, মলয় এবং ঋতব্রতরা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দাবি জোড়া ফুল আসার আগেই ভয় পেয়ে গিয়েছে গেরুয়া শিবির। আগামী দিনে ত্রিপুরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পিকের সহযোগিতায় আরো বেশি করে কাজ করবে এমনটাই জানালেন ব্রাত্য বসু। তিনি বলেন বিজেপিকে হারাতে গেলে গোটা ভারতবর্ষে এখন একজন মানুষই আছেন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি।এদিকে টিম পিকের আইপ্যাকের সদস্যদের কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পরেও থানায় হাজিরা দিতে বলেছে আগরতলা পুলিশ। আগামী ১ আগস্ট হাজিরার তারিখ দেওয়া হয়েছে। ঐদিন থানায় হাজির না হলে আইপ্যাকের সদস্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।পরিস্থিতি সামাল দিতে মমতা ব্যানার্জির নির্দেশে শুক্রবারই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক ব্যানার্জি।