নিষ্পৃহ প্রশাসন, করোনা নিয়েও ভোটের ডিউটি করতে বাধ্য করা হল আশা কর্মীকে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 52 Second

ভোট বঙ্গে অব্যাহত করোনা ভাইরাসের তাণ্ডব। প্রতিদিন রেকর্ড হারে করোনা আক্রান্ত হচ্ছেন মানুষ। শেষ ২৪ ঘন্টায় বাংলায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার মানুষ। এমন পরিস্থিতির মধ্যেও রাজ্য জুড়ে প্রতিনিয়ত চোখে পড়ছে করোনা বিধির প্রতি উদাসীনতা। খোদ প্রশাসনের বিরুদ্ধেই এই উদাসীনতার অভিযোগে এবার চাঞ্চল্য ছড়ালো মালদায়।

মালদা বিধানসভা কেন্দ্রের ১৭০ নম্বর বুথে ভোটের ডিউটি পড়ে এক আশাকর্মীর। আর সেই আশা কর্মীই কিনা করোনা আক্রান্ত। ঘটনা জানাজানি হতেই তুমুল উত্তেজনা ছড়ায় ভোটকেন্দ্রে। ওই আশাকর্মীর জানান, তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর BMOH-কে জানিয়েও লাভ হয়নি কোনো। উলটে বাড়িতে পুলিশ পাঠানোর হুমকি মিলেছে প্রশাসনের তরফে । ফলস্বরূপ বাধ্য হয়েই ভোটকেন্দ্রে আসতে হয় তাঁকে।

গত কয়েকদিন ধরেই করোনা উপসর্গ নিয়ে অসুস্থ ওই আশাকর্মী। গত ২৪ এপ্রিল মৌলপুর গ্রামীণ হাসপাতালে করোনা পরীক্ষা করান তিনি। ২৬ তারিখ সেই পরীক্ষায় করোনা ধরা পড়ে তাঁর। তাঁর সঙ্গেই করোনা আক্রান্ত হয়েছেন তাঁর ১৪ বছরের ছেলেও।
সেই খবর ব্লকস্বাস্থ্য আধিকারিক এবং বিডিওকে যথাসময়েই জানিয়েছিল তিনি। তবে তাঁর অভিযোগ, কেউ তাঁর কথা শোনেনি। তারপরই তিনি প্রশাসনের তরফে হুমকি দেওয়া হয় তাঁকে। এরপরও বাড়িতেই ছিলেন ওই আশা কর্মী । কিন্তু তাঁকে শোকজ করা হলে উপায় না পেয়ে BMOH-কে গোটা ঘটনাটি বললে পাশে দাঁড়ানো তো দূরের কথা, তাঁকে নিয়ে বিদ্রুপ করা হয় বলে অভিযোগ।

ফের তিনি যান বিডিওর কাছে। সেখানেও তাঁর কথা শোনা হয়নি বলেই জানান ওই মহিলা। শেষমেষ আইনি ঝঞ্ঝাটের ভয়ে বাধ্য হয়ে ভোট কেন্দ্রে আসেন তিনি।সেখানে বুথের মধ্যে অনেকক্ষণই কাজও করেন । পরে বেলা ১২ টার দিকে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় ভোট কেন্দ্রে। অভিযুক্ত BMOH ও বিডিওর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী তোলা হয় অনেকের পক্ষ থেকেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কামিন্স, লি-র পর এবার ভারতের পাশে শ্রীবৎস । এম ভারত নিউজ

গত কয়েকদিনে খবরের শিরোনামে এসেছেন দুই ক্রিকেটার। ভারতের করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিপুল পরিমাণ টাকার অনুদান দিয়েছেন ভারতকে । ভারতকে অক্সিজেনের অভাব মেটাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্যাট কামিন্স, ব্রেট লি। এরপর প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে, ভারতের পাশে এসে দাঁড়ালেন শ্রীবৎস। বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের উইকেটকিপার ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী৷ দেশকে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected