আইপ্যাক কর্মীদের মুক্ত করতে গতকাল ত্রিপুরা পৌঁছেছেন ব্রাত্য বসু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটকেরা। আজই ত্রিপুরায় যাওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । তবে বিশেষ কারণবশত দিল্লিতে কাজ থেকে যাওয়ায় তিনি আগামীকাল ত্রিপুরায় পৌঁছাবেন। আর তার আগেই আজ ত্রিপুরায় পৌঁছেছেন ডেরেক ও ব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদার। যদিও ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক মহলে বড় গুঞ্জন শোনা গিয়েছে। কেউ কেউ মনে করছেন আইপ্যাক কর্মীদের আটক হওয়ার বিষয়টিই তৃণমূলের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ত্রিপুরার মাটিতে জোড়া ফুলের বীজ পুঁততে ইতিমধ্যেই বদ্ধপরিকর তৃণমূলের উচ্চপদস্থ নেতাকর্মীরা।

জানা যাচ্ছে, এই অপ্রীতিকর ঘটনার নজিরকে সামনে রেখেই ত্রিপুরাতে তৃণমূলের প্রাথমিক সংগঠন তৈরি করা হবে খুব শীঘ্রই। আজ মাথাবাড়ি কালী মন্দিরে পুজো দিয়ে নয়া যাত্রা শুরু করবেন ত্রিপুরায় অবস্থানরত নেতা মন্ত্রীরা। আগামীকালের সেখানে পৌছতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূলের বর্তমান কান্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রসঙ্গত উল্লেখ্য আইপ্যাক কর্মীদের মুক্ত করতে গতকালই সেখানে পৌঁছেছেন ব্রাত্য বসু। গতকালকের সেখানকার পরিস্থিতি দেখার পরে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তিনি বলেন, “ত্রিপুরায় ফ্যাসিবাদি সরকার গণতন্ত্রকে লাটে তুলে দিয়েছে। আমরা বুঝতে পারছি ওরা ভয় পাচ্ছিল আসলে।”