ত্রিপুরার সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। এম ভারত নিউজ

Mbharatuser

দলের কার্যালয় থেকে গাড়ি ভাঙচুর করা বা দলের নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হলেও তারা পিছু হটবেন না

0 0
Read Time:2 Minute, 37 Second

ত্রিপুরা বিধানসভা ভোটে মাটি কামড়ে পড়ে রয়েছে তৃণমূল। শুক্রবার জোড়া জনসভা সারলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, ত্রিপুরার কমলপুরে দলের প্রার্থীর সমর্থনে সভা করেন অভিষেক। পরে আরও একটি সভা করেন কদমতলা কুর্তিতে। এদিনের জনসভা থেকে অভিষেক বলেন, ‘একমাত্র পশ্চিমবঙ্গের সরকারই নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছে। আমরা যা যা বলেছিলাম, সব করে দেখিয়েছি। বাংলা পারলে ত্রিপুরাও পারবে। এখানে সরকার গঠন করতে পারলে বাংলার মতই উন্নয়ন করা হবে।’

Politics_515

সভা থেকে বিজেপিকে নিশানা করতে গিয়ে সিপিএমকে টেনে আনেন অভিষেক। বলেন, ‘সিপিএম এখানে ২৫ বছরে অনেক ক্ষতি করেছে। কিন্তু তার চেয়ে, পাঁচ বছরে অনেক বেশি ক্ষতি করেছে বিজেপি। এখানে ওরা শুধু দুর্নীতি, গুন্ডামি, ভন্ডামি করেছে। উন্নয়নের কাজ করার নামের শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে। এখানে গণতন্ত্র ভূলুণ্ঠিত, জঙ্গলরাজ চলছে।’

পাশাপাশি প্রতিশ্রুতি দিয়ে অভিষেক বলেন,’ত্রিপুরায় সরকার গঠন করতে পারলেই বাংলার মতই কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রকল্পের সুবিধা পাবেন তারা।’ এরপরই স্পষ্ট তিনি জানিয়ে দেন, সেখানে তারা মাটি কামড়ে পড়ে থাকবে তৃণমূল। দলের কার্যালয় থেকে গাড়ি ভাঙচুর করা বা দলের নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হলেও তারা পিছু হটবেন না। অভিষেকের কথায়, ‘বিজেপি একমাত্র ভয় পায় তৃণমূল কংগ্রেসকেই।’

http://dhunt.in/JqNWj

আরও পড়ুনও

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

টানা ১২ ঘন্টার রেল অবরোধ রাজ্যে, বাতিল একাধিক ট্রেন! এম ভারত নিউজ

এর ফলে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন

Subscribe US Now

error: Content Protected