সকালে মমতা, বিকেলে যোগী! হেভিওয়েট প্রচারে সরগরম ত্রিপুরা। এম ভারত নিউজ

Mbharatuser

এদিন রোড শো শেষে একটি জনসভা করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর

0 0
Read Time:2 Minute, 42 Second

সোমবারই ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ত্রিপুরা বিধানসভার ভোট প্রচার শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আজ মঙ্গলবার আগরতলায় রোড শো করবেন মমতা। রাজ্যের মানুষের সঙ্গে একাত্মতা বোঝাতে গিয়ে তিনি বারবার তুলে এনেছেন দীর্ঘ সময় ধরে ত্রিপুরার সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্কের কথা৷ মিছিলে পা মেলাবেন মমতা বন্দোপাধ্যায় সঙ্গী অভিষেক বন্দোপাধ্যায়ও।

এদিন রোড শো শেষে একটি জনসভা করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। রবীন্দ্র ভবন থেকে রোড শো শুরু করে প্রায় ৬ কিলোমিটার রাস্তা হেঁটে সেখানেই একটি জনসভা করবেন তিনি। অন্যদিকে, যে-যে পথ ধরে মিছিলে পা মেলাবেন মমতা বন্দোপাধ্যায়, বিকেলে সেই এলাকাতে রোড শো করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সোমবার শহরের একাংশে রোড শো করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ সব মিলিয়ে ত্রিপুরার ভোট প্রচার সরগরম হয়ে উঠেছে।

আজ দু’টি জনসভা করবেন শুভেন্দু অধিকারী। তবে মমতা, শুভেন্দু, অভিষেক যুযুধান দুই শিবিরের এই তিন হেভিওয়েটের রাজনৈতিক কর্মসূচি নিয়ে চড়ছে ত্রিপুরার রাজনৈতিক পারদ। বছর দশেক আগেও উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরায় বিজেপির বিশেষ অস্তিত্ব ছিল না। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বামেদের ২৩ বছরের শাসনের অবসান ঘটায় গেরুয়া শিবির। বর্তমানে বিজেপি নেতা মানিক সাহার হাতেই রয়েছে রাজ্যের ব্যাটন।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তুরস্ক: এখনও চলছে উদ্ধারকাজ, বাড়ছে মৃতের সংখ্যা! এম ভারত নিউজ

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে ভারত থেকে রওনা দিল উদ্ধারকারী দলের প্রথম ব্যাচ

Subscribe US Now

error: Content Protected