বারংবার প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত সুন্দরবন । একে আমফানের বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই এক বছরের মাথায় যশের ধাক্কায় রীতিমত বেসামাল উপকূলবর্তী এলাকার মানুষজন । আর এবার সেই উপকূলবর্তী এলাকাকেই সুরক্ষিত করতে নয়া প্রকল্প হাতে নিল বনদপ্তর। জানা যাচ্ছে আগামী এক বছরের মধ্যে ৫ কোটি ম্যানগ্রোভ লাগাতে চলেছে বনদপ্তর। জানা যাচ্ছে ইতিমধ্যেই বনদপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন নার্সারিগুলোতে প্রায় ছয় ধরনের ম্যানগ্রোভের চারা তৈরি করা হচ্ছে। পরিসংখ্যান বলছে গত দুই- সুপার সাইক্লোনের ফলে উপকূলবর্তী এলাকায় মোট আড়াই কোটি ম্যানগ্রোভ নষ্ট হয়ে গিয়েছে। তাই তার ক্ষতিপূরণ এবং আগামীতে এই সমস্যা রুখতে মোট পাঁচ কোটি ম্যানগ্রোভ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। আর সে কারণে ইতিমধ্যেই মোট ১ হাজার ৯৪ হেক্টর খাস জমিও বরাদ্দ করা হয়েছে দক্ষিণ জেলা প্রশাসনের তরফে। ওদিকে বাদাবনের ৫৬৫ হেক্টর জমিতেও গাছ লাগানো হবে। এছাড়া নদী ভাঙ্গন রুখতে নদী পার গুলিত বৃক্ষরোপনের সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর।
বনদপ্তর এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গেছে সব মিলিয়ে প্রায় ১ হাজার ৯০২ হেক্টর জমিতে ম্যানগ্রোভ লাগানো হবে। মূলত যে গাছগুলি লাগানো হবে সেগুলি হল দুই প্রজাতির বাইন, কাঁকড়া, ক্যাওড়া, খুলসি, গর্জন এবং গরান । ইতিমধ্যেই গাছের চারা তৈরির কাজ শুরু হয়েছে। জানা যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের শুরু থেকেই বৃক্ষ রোপণের পদ্ধতি শুরু করা হবে। এই প্রসঙ্গে রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘আমফানের পর অনেক গাছ লাগানো হয়েছিল সুন্দরবনে। কিন্তু ইয়াসের জেরে সেই গাছগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এ বার প্রায় ৫ কোটির বেশি গাছ লাগানো হচ্ছে। গাছগুলির পরিচর্যাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’’