কয়লা কাণ্ড নিয়ে বারবার সিবিআই তদন্তের মুখে পড়েছেন অভিষেক, তবে এখন শুধু তাতেই নিষ্পত্তি হচ্ছে না তাঁর ,পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হবে তাঁর স্ত্রী রুজিরাকেও। আজ সকাল১১ টা থেকে দুপুর তিনটের মধ্যে যেকোনো সময় পৌঁছাতে পারেন সিবিআই আধিকারিকরা । পাশাপাশি সাথে থাকছেন মহিলা আধিকারিকরাও। গতকাল অভিষেকের শ্যালিকাকেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা। তাই এবার শ্যালিকার পরেই স্ত্রীর পালা।

গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা ম্যানোকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সূত্র অনুসারে ম্যানোকার ব্যাংক একাউন্ট থেকে বিদেশের একাউন্টে আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে। লন্ডনে তাঁর একাউন্টে যে আর্থিক লেনদেন হয়েছে তা নিয়ে প্রশ্ন মূলক জায়গায় পৌঁছায় সিবিআই আধিকারিকরা। পাশাপাশি তার বয়ান রেকর্ড করা হয়েছে ।
ম্যানোকার বয়ানের ভিত্তিতেই আজ জিজ্ঞাসাবাদ করা হবে রুজিরাকে ।পাশাপাশি রেকর্ড করা হবে তাঁর বয়ান পরবর্তীতে দুই বোনের বয়ান খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে সিবিআই আধিকারিকেরা। সিবিআই আধিকারিকদের তরফ থেকে গত রবিবার দুই বোনকেই নোটিশ পাঠানো হয়েছিল ,পাশাপাশি জিজ্ঞাসাবাদের কথা লেখা ছিল সেই নোটিশেই। গতকাল ম্যানোকা গম্ভীরের আবাসনের কাছে সিবিআইয়ের আধিকারিকদের গাড়ি পৌঁছানো মাত্রই সাংবাদিকরা ভিড় করতে থাকেন। বঙ্গভোটের আগে এই তদন্তের ফলাফল একটি বিশেষ গুরুত্ব রাখছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।