জেল নাকি বেল, সিদ্ধান্ত কি হবে, কোন পক্ষে যাবে রায়, বিবেচনা হচ্ছে আজই । নারদা মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । ওদিকে ভিন্ন রাজ্যে মামলা স্থানান্তরিত করা আবেদনের শুনানিো আজ । অপরদিকে হাইকোর্টে জামিনের স্থগিতাদেশের পুনর্বিবেচনার সিদ্ধান্ত জানানো হবে আজই। একই সঙ্গে অসুস্থ এই মামলায় অভিযুক্ত ৪ হেভিওয়েট নেতা । প্রত্যেকের জন্যই গঠন করা হল মেডিকেল বোর্ড। গ্রেফতারির পরেই শারিরীক অসুস্থতা কতটা সত্যি, যাচাই করতে আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের বক্তব্য শুনবেন সিবিআই এমনটাই জানানো যাচ্ছে এখনও পর্যন্ত।

মামলা চলাকালীন সাধারণ মানুষের উদ্দেশ্যে শান্ত থাকার বার্তা দিলেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিম । বললেন, “অনেক সময় রাগ হলেও নিজেদের মধ্যেই তা সীমাবদ্ধ রাখা দরকার।”ওদিকে করোনা টেস্ট করানো হয় ফিরহাদ হাকিমের। ইতিমধ্যেই রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানাচ্ছেন ডাক্তাররা। এন্টিজেন টেস্ট করানো হয়েছে বলেই জানা যাচ্ছে এখনও পর্যন্ত। গতকাল থেকে জ্বর এবং পেটে ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছেন ফিরহাদ।
পাশাপাশি সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে মদন মিত্রকে । শারীরিক অবস্থার উন্নতি সেভাবে দেখা যাচ্ছে না। বললেন বাড়ি ফিরতে চান তিনি। ওদিকে আজ কোর্টে শোভন চট্টোপাধ্যায়ের পাশে দেখতে পাওয়া গেল তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। সাংবাদিকদের সামনে বললেন, ২২ বছরের দীর্ঘ সংসারজীবনের পরে অসহায় মানুষ হিসেবেই শোভনের পাশে দাঁড়িয়েছেন তিনি। তবে বাড়ি ছেড়ে বেরিয়ে এসে একের পর এক ভুল করেছেন শোভন, সে কথাও জানান রত্না।