দেশের পাঁচটি রাজ্যেই সংক্রমণের হার ৮৬ শতাংশ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 17 Second

করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই পাঁচটি রাজ্যের সংক্রমণের হার বাড়িয়েছে ৮৬ শতাংশ। ইতিমধ্যেই গত ২৪ ঘন্টায় নতুন করে করণা আক্রান্ত হয়েছেন ১৪
হাজারেরও বেশি মানুষ। পাশাপাশি করোনা সংক্রমনের হারে যে পাঁচটি রাজ্যের নাম সামনে উঠে আসছে তার মধ্যে সবথেকে বেশি সংক্রমণের সংখ্যা দেখা গেছে মহারাষ্ট্রে। ৬ হাজার ৯৭১ জন ইতিমধ্যেই সংক্রমিত হয়েছেন মহারাষ্ট্র থেকে। দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা এখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭০ জন।
শুধু এই নয় পাশাপাশি আক্রান্ত তালিকা রয়েছে আরও কয়েকটি রাজ্য যথাক্রমে পাঞ্জাব ,ছত্রিশগড়, মধ্য প্রদেশ।

করোনার গ্রাফ ঊর্ধ্বগামী হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থেকেছে সংক্রমণ ।গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে আরো ৮৩ জনের। বর্তমানে মহারাষ্ট্র করোনা সংক্রমনের হার ৪.৭ শতাংশ থেকে ৮.১ শতাংশ পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে।গতকাল পর্যন্ত দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ৫৫ জন। 

করোনার এই দ্বিতীয় ঢেউের প্রভাবের সঙ্গে সঙ্গেই কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে । পাঁচটি রাজ্যের জন্য বলা হয়েছে যত বেশি পরিমনে সম্ভব RT-PCR টেস্ট করাতে হবে। পাশাপাশি এও বলা হয়েছে অ্যান্টিজেন টেস্ট এর ফলাফল যদি নেগেটিভ আসে তবুও rt-pcr টেস্ট করাতেই হবে। শুধু তাই নয় পাশাপাশি মহারাষ্ট্রের অমরাবতীতে লকডাউন জারি করা হয়েছে । জনসাধারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে কোভিড বিধি মেনে চলার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভোররাতে ভয়াবহ আগুন মহিষাদলে। এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের সিনেমা মোড়ে অগ্নিকাণ্ড। ঙ্গলবার ভোর চারটে নাগাদ একটি মিষ্টি দোকানে ও গোডাউনে আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা পাশে থাকা লন্ড্রি দোকানসহ মোট চারটি দোকান ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকার বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে তা নিয়ন্ত্রণের বাইরে […]

Subscribe US Now

error: Content Protected