অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। জানা যায় গতকাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে নাসিরুদ্দিন শাহকে। বর্ষীয়ান এই অভিনেতা গত ২৯ শে জুন নিউমোনিয়া আক্রান্ত হয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন । তার পর থেকে দীর্ঘ বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল তাঁকে। নিউমোনিয়া আক্রান্ত অভিনেতার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে, তাই আর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয় পরিবার। বর্ষীয়ান এই অভিনেতা অসুস্থতার খবর পেয়ে রীতিমত চিন্তায় পড়ে যান তাঁর অনুগামীরা।

করোনা মহামারীর সূচনা কাল থেকে একের পর এক বিখ্যাত অভিনেতা দের মৃত্যুতে মুসরে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা দের অনুগামীরা। তবে নাসিরউদ্দিন শাহের হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে আসার খবর পেয়ে এখন বেশ খানিকটা চিন্তামুক্ত তাঁর অনুগামীরা। হাসপাতাল থেকে বাড়ি ফেরার খবরটা সোশ্যাল মিডিয়া একাউন্টে দেন তাঁর পুত্র বিভান। বর্ষীয়ান এই অভিনেতা তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় লাভ করেছেন। এছাড়াও ভারতের অন্যতম সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী এবং পদ্মবিভূষনে ভূষিত করা হয়েছে এই অভিনেতাকে।