স্বপ্নভঙ্গ পাকিস্তানের, বিশ্বকাপে জয়ী ইংল্যান্ড। এম ভারত নিউজ

admin

কুড়ি ওভার শেষে পাকিস্তান ইংল্যান্ডকে টার্গেট দেয় ১৩৭ রান।

0 0
Read Time:2 Minute, 48 Second

একদিকে যখন ১৯৯২ সালের বিশ্বকাপের পুনরাবৃত্তির স্বপ্ন দেখছিল পাকিস্তান তখনই অন্যদিকে বিশ্বকাপ জয়ের শপথ নিচ্ছিল ইংল্যান্ড। বৃহস্পতিবার ভারতকে হেলায় হারিয়ে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। রবিবার পাকিস্তানকে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের ঘরে তুলল ইংল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’ তে দুর্বল আয়ারল্যান্ডের কাছে হেরে প্রথমে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠা। শেষমেষ রেটিং পয়েন্টে এগিয়ে থেকে গ্রুপ ‘এ’তে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড। সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে এক অন্য ছন্দে দেখা গিয়েছিল জস বাটলারের ইংল্যান্ডকে। ভারতকে ১০ উইকেটে হেলায় হারিয়ে ফাইনালে উঠে যায় ইংল্যান্ড।

রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন মাঠে হাড্ডাহাড্ডি ফাইনালের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিল পাকিস্তান। ইংল্যান্ডের জোরদার বোলিংয়ের সামনে আটকে যায় বাবর আজমের পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের বাবর আজম ছাড়া একমাত্র রান পান শান মাসুদ। কুড়ি ওভার শেষে পাকিস্তান ইংল্যান্ডকে টার্গেট দেয় ১৩৭ রান।

প্রথমেই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ব্যাট করতে নেমে চাপে পড়ে যান পাকিস্তানের বোলারদের কাছে। প্রথম ওভারেই অ্যালেক্স হেলসকে প্যাভিলিয়নে ফেরান শাহিন আফ্রিদি। অন্যদিকে মাত্র ২৬ রানে আউট হয়ে ফিরতে হয় জস বাটলারকে।শেষমেষ বেন স্টোকসের নেতৃত্বে এক ওভার বাকি থাকতেই ১৩৭ রানের টার্গেটে পৌঁছে যায় ইংল্যান্ড। এরপরই দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ফেলে ইংল্যান্ড।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এবার কাঁপল অমৃতসর, দেশ জুড়ে আতঙ্ক। এম ভারত নিউজ

শীতের পারদ চড়তে না চড়তেই বার বার কেঁপে উঠছে পৃথিবী।

Subscribe US Now

error: Content Protected